আর্কাইভ
লগইন
হোম
ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীর দখলের বিল পাস করলো
ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীর দখলের বিল পাস করলো
দ্য নিউজ ডেস্ক
October 23, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ইসরায়েল আরও ৩০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করলো
ইসরায়েল আরও ৩০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করলো
2 দিন আগে
বর্তমান যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েল আরও ৩০ জন ফিলিস্তিনির লাশ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে। গতকাল বুধবার (২২ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের মাধ্যমে এই লাশগুলো হস্তান্তর করা হয়। খবর আল জাজিরা ও আনাদোলু এজেন্সির গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, কয়েকটি লাশে নির্যাতনের সুস্পষ্ট চিহ্ন দেখা গেছে। মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের ১৪ তারিখ থেকে ইসরায়েল মোট ১৯৫ জন ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে, এর মধ্যে ৫৭টি লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে। ইসরায়েলের বছরের পর বছর ধরে চলা অবরোধ এবং গাজার পরীক্ষাগারগুলো ধ্বংস হওয়ার কারণে ফরেনসিক পরীক্ষা করা অসম্ভব হয়ে পড়ায় পরিবারগুলো বাকি থাকা শারীরিক চিহ্ন বা পোশাকের ওপর ভিত্তি করে তাদের স্বজনদের শনাক্ত করার চেষ্টা করছে।
আংশিক খুলেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
আংশিক খুলেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
3 দিন আগে
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চামান–স্পিন বোলদাক সীমান্ত বাণিজ্যের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে বলে দেশটির সরকারি সূত্রে গত সোমবার নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। পাকিস্তান যখন ব্যাপক আকারে আফগান শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর অভিযান চালাচ্ছে—এমন সময়ে সীমান্ত খোলার সিদ্ধান্ত এল। শুধু অক্টোবর মাসেই ৬৭ হাজারের বেশি আফগান নাগরিক পাকিস্তান ত্যাগ করেছে, এবং ১৮ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ উচ্ছেদের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সরকারি সূত্র জানায়, চামান সীমান্ত আপাতত কেবল বাণিজ্যিক পণ্যবাহী যানবাহনের জন্য খোলা হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে সাধারণ মানুষের যাতায়াত এখনো নিষিদ্ধ। উভয় দেশের কাস্টমস ও বাণিজ্য কর্মকর্তারা সীমান্তে উপস্থিত থেকে নিয়ন্ত্রিত চলাচল তদারকি করছেন। আপাতত শুধু খালি ট্রাকগুলোকেই আফগানিস্তানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আফগান চালকদের বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা বাধ্যতামূলক।
সরকারি টাকায় ব্যক্তিগত জেট বিমান কিনে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম
সরকারি টাকায় ব্যক্তিগত জেট বিমান কিনে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম
4 দিন আগে
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম সরকারি টাকায় ব্যক্তিগত ব্যবহারের জন্য বিলাসবহুল জেট বিমান কিনে তোপের মুখে পড়েছেন। পার্লামেন্টের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিরা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং সে অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্তও শুরু হয়েছে। গত শনিবার (১৮ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়, নিজের এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ব্যবহারের জন্য সম্প্রতি ২টি বিলাসবহুল গালফস্ট্রিম জি সেভেন জিরো জিরো জেট বিমান কেনার অনুমতি দিয়েছেন ক্রিস্টি। সেই বিমান ইতোমধ্যে এসে পৌঁছেছে এবং এই ২টি বিমানের মূল্য হিসেবে পরিশোধ করা হয়েছে মোট ১৭ কোটি ২০ লাখ ডলার। এর পুরোটাই সরকারি অর্থ।