ইসরায়েল ফুটবলকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন ফিফা প্রেসিডেন্ট
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ‘ভূ-রাজনৈতিক সংকটের সমাধান করতে পারে না’, তবে ফুটবলকে ব্যবহার করে বিভক্ত বিশ্বকে একত্রিত করার চেষ্টা চালাবে। গাজার যুদ্ধ ও গণহত্যার অভিযোগের পর ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে নিষেধাজ্ঞার দাবি জোরালো হলেও ফিফা এখনও কোনো পদক্ষেপ নেয়নি।
জাতিসংঘের এক তদন্ত কমিশন সম্প্রতি সিদ্ধান্তে এসেছে যে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালিয়েছে। এর প্রেক্ষিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা ফিফা ও উয়েফার প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি জাতীয় দল ও ফুটবল অ্যাসোসিয়েশনকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে স্থগিত করার জন্য।