আর্কাইভ
লগইন
হোম
সারাজীবন সৌদি আরবে থাকতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো
সারাজীবন সৌদি আরবে থাকতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো
দ্য নিউজ ডেস্ক
July 01, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক কেন মুক্তি পাচ্ছে না?
পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক কেন মুক্তি পাচ্ছে না?
17 ঘন্টা আগে
কিংবদন্তি ও জনপ্রিয় মার্কিন পপতারকা মাইকেল জ্যাকসন। ‘কিং অফ পপ’। তিনি ১৯৫৮ সালের ২৯শে আগস্ট ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি শহরে জন্মগ্রহণ করেন এবং ২০০৯ সালের ২৫শে জুন লস অ্যাঞ্জেলেসে মারা যান। এবার রূপালি পর্দায় ফিরছেন তিনি। প্রয়াত এ পপসম্রাটের জীবন অবলম্বনে হলিউডে তৈরি হচ্ছে বায়োপিক। সিনেমার নাম ‘মাইকেল’। লায়ন্সগেট প্রযোজিত এ সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তার ভাইপো জাফর জ্যাকসন। দীর্ঘদিন ধরেই চলছে এ সিনেমাটি নিয়ে আলোচনা। কিন্তু কবে মুক্তি পাবে এই সিনেমা, সেই প্রতীক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। এর পূর্বে ২০২৩ সালে 'মাইকেল' সিনেমাটি মুক্তি পাওয়ার কথা শোনা গেলেও তা হয়নি। আবার পিছিয়ে যায় সিনেমা মুক্তির তারিখ। বারবার কেন পিছিয়ে যাচ্ছে মুক্তির দিন?
যুক্তরাষ্ট্রে শাকিব-শেহজাদ একসঙ্গে সময় কাটাবেন, বুবলীও থাকবেন
যুক্তরাষ্ট্রে শাকিব-শেহজাদ একসঙ্গে সময় কাটাবেন, বুবলীও থাকবেন
17 ঘন্টা আগে
গত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে। ছবির প্রচার ও নতুন প্রজেক্টের প্রস্তুতির পাশাপাশি কিছু ব্যক্তিগত প্রয়োজনে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের এই শীর্ষ নায়ক। সম্প্রতি একাধিক নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এরপর গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ঢালিউড মেগাস্টার। এর সপ্তাহ দুই পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সন্তানের বাবার কাছে উড়াল দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রে রওনা হন তারা। শোনা যাচ্ছে, কয়েক সপ্তাহ সেখানেই অবস্থান করবেন বুবলী ও তার সন্তান। জানা গেছে, প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলী- তাই এই সফর।
‘ফুটবলের দরকার দায়িত্বশীল নেতৃত্ব, সম্রাট নয়’ : ফিফপ্রো
‘ফুটবলের দরকার দায়িত্বশীল নেতৃত্ব, সম্রাট নয়’ : ফিফপ্রো
18 ঘন্টা আগে
বিশ্বজুড়ে পেশাদার ফুটবল খেলোয়াড়দের সংগঠন ফিফপ্রো (FIFPRO) ক্লাব বিশ্বকাপ ও ম্যাচ ক্যালেন্ডার নিয়ে ফিফা ও এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কঠোর সমালোচনা করেছে। তারা বলছে, এই কর্তৃত্ববাদী নেতৃত্ব ফুটবলারদের অধিকার ক্ষুণ্ন করছে। ফিফপ্রো এক বিবৃতিতে জানায়, ‘ফুটবলের দরকার দায়িত্বশীল নেতৃত্ব, সম্রাট নয়।’ তারা আরও বলে, ‘এই খেলাটার দরকার স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও আন্তরিক সংলাপ—একতরফা শাসন নয়।’ দুই সপ্তাহ পূর্বে ইনফান্তিনো নিউইয়র্কে কিছু অস্বীকৃত খেলোয়াড় প্রতিনিধি নিয়ে এক সভা করে জানান, ‘গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মতিতে পৌঁছেছে ফিফা।’ অথচ এই সভায় ফিফপ্রোর কোনো স্বীকৃত প্রতিনিধি ছিল না।
সবগুলো বাধা পেরিয়ে এশিয়া কাপের ঘোষণা প্রায় চূড়ান্ত
সবগুলো বাধা পেরিয়ে এশিয়া কাপের ঘোষণা প্রায় চূড়ান্ত
18 ঘন্টা আগে
বহু তর্ক-বিতর্ক, টানাপোড়েন আর রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে এগোনো এশিয়া কাপ এখন অনেকটাই সঠিক পথে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের খবর অনুযায়ী, টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রকাশিত হতে পারে, সম্ভবত আজ শনিবার (২৬ জুলাই) অথবা দেরিতে হলে সোমবারের মধ্যেই। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর বৈঠক ছিল নানা কূটনৈতিক টানাপোড়েনের আবহে, বিশেষ করে ভারতের পূর্ব ও পশ্চিম প্রতিবেশী, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে। তবু বৈঠকের পরই বোঝা গিয়েছিল, সূচি প্রকাশ এখন সময়ের ব্যাপার মাত্র।