আর্কাইভ
লগইন
হোম
সিলেটের ডিসি সারওয়ারের আলটিমেটামে ফিরছে লুট হওয়া লাখ লাখ ঘনফুট পাথর
সিলেটের ডিসি সারওয়ারের আলটিমেটামে ফিরছে লুট হওয়া লাখ লাখ ঘনফুট পাথর
দ্য নিউজ ডেস্ক
August 26, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
পুরোনো রূপে ফিরছে ভোলাগঞ্জের সাদা পাথর, ফিরছেন পর্যটকরা
পুরোনো রূপে ফিরছে ভোলাগঞ্জের সাদা পাথর, ফিরছেন পর্যটকরা
1 ঘন্টা আগে
ভারত থেকে আসা জলধারা সীমান্তে পেরিয়ে এসেছে বাংলাদেশে। দুইপাশে প্রকৃতির সবুজ সমারোহ যেন আকাশ ছুঁয়েছে। উঁচু পাহাড় থেকে নেমে আসা ঝরণার জল ও স্বচ্ছ পানির স্রোতে প্রচুর বোল্ডার পাথর ভেসে আসে, সেই ঝরণার স্রোতধারা নেমেছে সাদাপাথর এলাকা ভোলাগঞ্জ নোম্যান্সল্যান্ড বা জিরোপয়েন্ট। এই পুরো এলাকাজুড়ে একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে। পাথর মাড়িয়ে নেমে আসা স্বচ্ছ জলে সময় কাটাচ্ছেন পর্যটকরা। নোম্যান্সল্যান্ড তথা জিরোপয়েন্ট থেকে জলধারা বিভক্ত হয়ে গেছে দুই দিকে। এর একপাশে হয়েছে নজিরবিহীন লুটপাট। এলাকাটি এখনো মরুপ্রান্তর। সেই লুটকৃত স্থানে স্থাপনের জন্য পাথর ফেলা হচ্ছে। জলধারার আরেকটি প্রান্তে পাথর রয়েছে। তবে সেখান থেকেও বেশকিছু পাথর চুরি হয়েছে দাবি করছেন পর্যটকরা। অবশ্য যে স্থানে পাথররাজি রয়েছে, সেখানে আরো কিছু পাথর ফেলেছে প্রশাসন। সেই স্থানটিতে আসতে শুরু করেছেন পর্যটকরা। পূর্বে যে পরিমাণ পর্যটক আসতেন, সে তুলনায় অনেক কম বলছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বাগেরহাটের ৪টি আসনই বহাল রাখার দাবি
বাগেরহাটের ৪টি আসনই বহাল রাখার দাবি
23 ঘন্টা আগে
বাগেরহাটের ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবি জানিয়েছে জেলার বিভিন্ন আসন থেকে আগত প্রতিনিধিরা। আজ সোমবার (২৫ আগস্ট) নির্বাচন ভবনে সংসদীয় আসন নিয়ে শুনানিতে তারা এই দাবি জানান। বাগেরহাট-৩ আসনের প্রতিনিধি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু সাংবাদিকদের বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাগেরহাটে ৪টি আসন। হঠাৎ করে ইসি বলেছেন ৪টি আসন থাকবে না। একটি আসন বাদ দেওয়া বাগেরহাটবাসী মানে না। এটা অযৌক্তিক। আইন পরিপন্থি এবং বাস্তবসম্মত নয়। ইসির এই সিদ্ধান্ত জনস্বার্থের পরিপন্থি। সুতরাং আমরা ইসিকে অনুরোধ করব তারা বাগেরহাটের একটি আসন কমিয়ে সংসদীয় আসন নিয়ে যে খসড়া প্রস্তাবনা দিয়েছে তা তারা প্রত্যাহার করবে। আমরা চাই বাগেরহাট জেলায় যে ৪টি আসন ছিল বাগেরহাট এক, দুই, তিন এবং চার, আগের মতো বহাল থাকবে।