আন্দোলনরত শিক্ষকদের শহীদ মিনার থেকে আলটিমেটাম ঘোষণা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ ৩ দফা দাবিতে টানা ৫ম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ (১৬ অক্টোবর) দাবি আদায় না হলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন তারা। বিকাল ৫টার মধ্যে যদি প্রধান উপদেষ্টা দাবি না মানেন, তাহলে যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজী।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা উপদেষ্টার সঙ্গে সভা শেষে এই ঘোষণা দেন আজিজী। এজন্য বিকাল ৫টা পর্যন্ত যমুনা অভিমুখে পদযাত্রা স্থগিত করেছেন তারা।
এর পূর্বে শিক্ষা উপদেষ্টাকে শিক্ষক নেতা আজিজী ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু প্রজ্ঞাপনটা এমনভাবে করতে হবে যে এখনই ২০ শতাংশের কথা উল্লেখ থাকবে। তবে শিক্ষা উপদেষ্টা তাদের ৫ শতাংশ বাড়ানোর কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেছিলেন, আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। আমার মন্ত্রিসভার সহকর্মীরাও এই বিষয়ে সহানুভূতিশীল।