মোহাম্মদ শের মাহবুব মুরাদ প্রত্যাহার, সিলেটের নতুন ডিসি সরওয়ার আলম
সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় এবার প্রশাসনে রদবদল শুরু হয়েছে। প্রথমেই প্রত্যাহার করা হয়েছে সিলেটের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে। আজ সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে।
তার স্থলে নতুন জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন র্যাবের বহুল আলোচিত ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সিলেটে বদলি করা হয়েছে।