আর্কাইভ
লগইন
হোম
ওয়েস্টার্ন আউটফিটে যেন আরও ক্যারিশম্যাটিক তাসনিয়া ফারিণ
ওয়েস্টার্ন আউটফিটে যেন আরও ক্যারিশম্যাটিক তাসনিয়া ফারিণ
দ্য নিউজ ডেস্ক
August 10, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
প্রিয়াঙ্কা চোপড়া একাধিকবার আত্মহত্যার কথা ভেবেছিলেন!
প্রিয়াঙ্কা চোপড়া একাধিকবার আত্মহত্যার কথা ভেবেছিলেন!
3 ঘন্টা আগে
গায়ের রং নিয়ে কটাক্ষ, ক্যারিয়ারের শুরুতে অবহেলার শিকার হতে হয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। বলিউড হোক বা হলিউড- এই অভিনেত্রীকে বারবার প্রমাণ করতে হয়েছে নিজের যোগ্যতা। বর্তমানে ভারতের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক তারকা তিনি। প্রিয়াঙ্কার অভিনয়ে যাত্রা শুরু হয়েছিল ভারতের দক্ষিণী চলচ্চিত্রের মাধ্যমে। সেখান থেকে বলিউডে নিজের জায়গা তৈরি করা এবং ধীরে ধীরে প্রতিষ্ঠিত অভিনেত্রী হয়ে ওঠার লড়াইটা সহজ ছিল না!‍ এরপর বলিউডের সীমানা পেরিয়ে হলিউডেও নিজের একটি শক্ত জায়গা তৈরি করেছেন। সেখানেও নিজের প্রতিভা ও ব্যক্তিত্বের ছাপ রেখেছেন। প্রিয়াঙ্কার এই জায়গায় পৌঁছানোর যাত্রাপথে এসেছে বহু চ্যালেঞ্জ। বয়:সন্ধি পর্যায়ে তিনি এতটা মানসিক চাপে ছিলেন, মাত্র ১৮ বছর বয়সে আত্মহত্যার কথা ভেবেছিলেন। এই হৃদয়বিদারক তথ্য প্রকাশ করেছেন তার প্রাক্তন ম্যানেজার। তবু, সব বাধা পেরিয়ে প্রিয়াঙ্কা আজ এক অনুপ্রেরণা- যার গল্প শুধু সাফল্যের নয়, সাহস, আত্মবিশ্বাস এবং অদম্য মানসিক শক্তির প্রতিচ্ছবি।
বাস্তবেও প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি অহন-অনীত!
বাস্তবেও প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি অহন-অনীত!
1 দিন আগে
সচরাচর সিনেমা হিট হলেই সেই জুটিদের নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যায়। সে ঐশ্বরিয়া-অভিষেক, শহীদ-কারিনা হোক কিংবা রণবীর-দীপিকা থেকে সিদ্ধার্থ-কিয়ারা অনস্ক্রিনের রোমান্স সময়ের ফাঁক গলে কখন অফস্ক্রিনে ফুটে উঠবে, সেটা বলা দায়। তাই এবার বলিউড পাড়ায় খবর, শুধু পর্দায় নয় আলোচিত ‘সাইয়ারা’ জুটির প্রেম নাকি ‘বাস্তব জীবন’-এও জমে ক্ষীর! একটি ভিডিওর মাধ্যমে এই গুঞ্জনের শুরু। কী এমন ছিল সেই ভিডিওতে? দেখা গেছে, পর্দার প্রেমিক অহন পাণ্ডের মায়ের সঙ্গে শপিং মলের এক বুটিকে নায়িকা অনীত পাড্ডা। সেখানে অবশ্য মধ্যমণি অহনও উপস্থিত ছিল। তাদের একসঙ্গে সেই বুটিক থেকে বেরতে দেখা যায়। তবে সেই ভিডিওর একটি দৃশ্য নিয়েই আলোচনা চলছে। দেখা যায়, অহন তার অনস্ক্রিন নায়িকা অনীতের হাত ধরতে গেলে তিনি লজ্জায় হাত সরিয়ে নিয়ে সোজা অভিনেতার মায়ের সঙ্গে হাঁটা শুরু করেন। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত নজর এড়ায়নি। অহন-অনীতের এই ‘লাজুক’ সমীকরণ কিংবা ‘প্রেম-প্রেম ভাব’ নজর এড়ায়নি অনুরাগীদের। পাশাপাশি বলিপাড়ায় গুঞ্জন, ‘সাইয়ারা’ জুটি নাকি বর্তমানে একে-অপরকে চোখে হারাচ্ছেন।