আর্কাইভ
লগইন
হোম
নাটক
মোশাররফ করিমের পাগলুর মায়া হলেন সাফা কবির
সাফা কবির দীর্ঘদিন পর মোশাররফ করিমের সঙ্গে জুটি হিসাবে নতুন নাটকে কাজ করলেন। এই অভিনেত্রী এখন খুব বেছে বেছে কাজ করছেন। ফলে নাটকের সংখ্যা কমে গেছে। সম্প্রতি তিনি শুটিং শেষ করলেন ‘পাগলু’ নামের একটি নাটকের। এতে বয়সকে পাত্তা না দিয়ে তারুণ্যে ভেসে চলতে চাওয়া এক তরুণের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার জীবনের গল্প নিয়েই নির্মিত হয়েছে এই নাটক। এটি পরিচালনা করেছেন সালমান রহমান খান। নির্মাতা জানান, শুটিং শেষ হয়েছে, এখন নাটকটি রয়েছে সম্পাদনার টেবিলে। শিগগিরই এটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে মুক্তি পাবে। নাটকে হাস্যরসের মাধ্যমে এক সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তিনি।
11 ঘন্টা আগে
‘লিচুর বাগানে’কে টপকিয়ে শীর্ষে জোভানের ‘আশিকি’
‘লিচুর বাগানে’কে টপকিয়ে শীর্ষে জোভানের ‘আশিকি’
2025-06-12
পবিত্র ঈদুল আজহার পূর্বে থেকেই আলোচনায় ছিল শাকিব খান ও সাবিলা নূরের ‘তাণ্ডব’ সিনেমার গান ‘লিচুর বাগানে’। তবে ঈদের শুরুতেই দৃশ্যপট পাল্টে দেয় ফারহান আহমেদ জোভানের অভিনীত নাটক ‘আশিকি’। ইউটিউবে দর্শকপ্রিয়তায় নাটকটি এখন ট্রেন্ডিংয়ের শীর্ষে এবং অনেকটাই ছাপিয়ে গেছে ‘লিচুর বাগানে’ গানটিকে। ঈদের দ্বিতীয় দিন, ৮ জুন রাতে সিএমভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘আশিকি’। মাত্র কয়েক দিনের ব্যবধানে নাটকটি ইউটিউবে ৬৬ লাখেরও বেশি ভিউ অর্জন করেছে। বিপরীতে, বহু আলোচিত ‘লিচুর বাগানে’ এখনো ১৭ লাখ ভিউ পার করতে পারেনি। ভিউ এবং জনপ্রিয়তার এই ব্যবধান এখন আলোচনার কেন্দ্রে।