আর্কাইভ
লগইন
হোম
নাটক
বাংলা নাটকে চালকের আসনে আছেন ৬ অভিনেত্রী
সাস্প্রতিক সময়ে নাটকশিল্পে নতুন অনেক অভিনেত্রী কাজ করলেও অন্যদের চেয়ে তুলনামূলক এগিয়ে আছেন ৬ অভিনেত্রী। তারা হলেন- জান্নাতুল সুমাইয়া হিমি, তানিয়া বৃষ্টি, তানজিম সাইয়ারা তটিনী, কেয়া পায়েল, সাদিয়া আয়মান, নাজনীন নাহার নিহা।
2025-07-03
নাটকে ব্যস্ত যেসকল অভিনয়শিল্পীরা
নাটকে ব্যস্ত যেসকল অভিনয়শিল্পীরা
2025-05-22
আমাদের দেশে একটা সময় নাটক দেখা একমাত্র মাধ্যম ছিল বিটিভি। এরপর আরও একাধিক বেসরকারি টেলিভিশনও নাটক প্রচার হতে থাকে। তাই বাড়তে থাকে নাটকের চাহিদা ও নাটক নির্মাণের সংখ্যা। কিন্তু বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব আসার পর এর মাত্রা অনেকগুণ বেড়ে যায়। পুরাই স্বাধীন এ প্ল্যাটফর্মে কাজ করতে আগ্রহী হয়ে উঠেন নির্মাতারা। কাজের পরিধি বাড়ায় তৈরি হতে থাকে নতুন সব শিল্পী। পেশাদার পুরোনো শিল্পীরাও একটা সময় টিভি নাটক ছেড়ে অনলাইন ভিত্তিক নাটকে মনোযোগ বাড়িয়ে দেন। নাটক তৈরির সংখ্যা বাড়ায় পুরোনোদের পাশাপাশি নতুন শিল্পীদের ব্যস্ততাও বাড়তে থাকে। বর্তমানে নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন এমন তরুণ অভিনয়শিল্পীদের নিয়েই এ প্রতিবেদন।