আর্কাইভ
লগইন
হোম
নাটক
ফেসবুকে ছবি শেয়ার করে কটাক্ষের শিকার শবনম ফারিয়া
শবনম ফারিয়া ছোট পর্দার অভিনেত্রী। টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে মিডিয়া জগতে পা রাখা এই তারকা ২০১৩ সালে 'অল টাইম দৌড়ের উপর' নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। সম্প্রতি শ্রীলঙ্কা ভ্রমণে গিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে ছবি শেয়ার করে তীব্র কটাক্ষের শিকার হয়েছেন ফারিয়া। তার শেয়ার করা ছবিতে দেখা যায়, অভিনেত্রীর পরণে রয়েছে কালো টি-শার্ট ও ছোট প্যান্ট। মিষ্টি হাসি নিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।
12 ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রে কি স্থায়ী হবেন পারসা ইভানা?
যুক্তরাষ্ট্রে কি স্থায়ী হবেন পারসা ইভানা?
2025-08-31
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ৭ মাস কাটিয়ে থেকে দেশে ফিরেছেন এই সময়ের অভিনেত্রী পারসা ইভানা। এসেই ব্যস্ত হয়ে পড়েছেন কাজে। অ্যাওয়ার্ড শো এবং নৃত্য প্রতিযোগীতার বিচারকের আসনে দেখা গেছে তাকে। এসব অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হতে হয়েছে তাকে। যেখানে তাকে প্রশ্ন করা হয়- যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে এতদিন সেখানে থেকেছেন কিনা? জবাবে ইভানা অবশ্য স্পষ্ট জানিয়েছেন, তার এই মুহূর্তে দেশ ছাড়ার কোন ইচ্ছে নেই। তিনি বলেন, আমার মা থাকেন নিউইয়র্কে। তাকে দেখতে ও তার সঙ্গে কিছুটা সময় কাটাতে আমি প্রায় প্রতি বছরই যুক্তরাষ্ট্রে যাই। এবার একটু বেশি সময় থেকেছি, তবে তার কারণও আছে। নিজেকে আমি আরেকটু পরিপক্ক তুলতে চাইছিলাম। মনে হয়েছিল, নাচ যেমন ছোটবেলা থেকে গুরু ধরে শিখেছি, তেমনি অভিনয়টাও শেখা দরকার। সেই জন্য যুক্তরাষ্ট্রকে ভালো অপশন মনে হলো।
বাঙালি সাজে ইউরোপের স্কাদার লেকে তাসনিয়া ফারিণ
বাঙালি সাজে ইউরোপের স্কাদার লেকে তাসনিয়া ফারিণ
2025-08-17
শুটিং বা কাজের ফাঁকে সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে ঘুরছেন তিনি। এবার লাল শাড়িতে বাঙালি সাজে এই অভিনেত্রী দেখা গেল বিখ্যাত স্কাদার লেকে। দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টেনেগ্রো ও আলবেনিয়া সীমান্তের এই লেক থেকে ৬টি ছবি সামাজিকমাধ্যম ফেসবুকে শেয়ার করেন ফারিণ। এসময় অভিনেত্রীকে লাল শাড়ি পরে নৌকায় ঘুরতে দেখা যায়। ছবিগুলোর ক্যাপশনে ফারিণ লেখেন, ‘দূরের আকাশ আর আমি তুমি’। এর সঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি। এই পোস্টের মন্তব্যের ঘরে ফারিণের সৌন্দর্যের প্রশংসা করেছেন ভক্তরা। একজন লেখেন, ‘শাড়িতে বেশ সুন্দর লাগছে। ’ আরেকজনের মন্তব্য এমন, ‘প্রিয় অভিনেত্রীকে অসাধারণ লাগছে।’
মোশাররফ করিমের পাগলুর মায়া হলেন সাফা কবির
মোশাররফ করিমের পাগলুর মায়া হলেন সাফা কবির
2025-08-12
সাফা কবির দীর্ঘদিন পর মোশাররফ করিমের সঙ্গে জুটি হিসাবে নতুন নাটকে কাজ করলেন। এই অভিনেত্রী এখন খুব বেছে বেছে কাজ করছেন। ফলে নাটকের সংখ্যা কমে গেছে। সম্প্রতি তিনি শুটিং শেষ করলেন ‘পাগলু’ নামের একটি নাটকের। এতে বয়সকে পাত্তা না দিয়ে তারুণ্যে ভেসে চলতে চাওয়া এক তরুণের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার জীবনের গল্প নিয়েই নির্মিত হয়েছে এই নাটক। এটি পরিচালনা করেছেন সালমান রহমান খান। নির্মাতা জানান, শুটিং শেষ হয়েছে, এখন নাটকটি রয়েছে সম্পাদনার টেবিলে। শিগগিরই এটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে মুক্তি পাবে। নাটকে হাস্যরসের মাধ্যমে এক সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তিনি।