আর্কাইভ
লগইন
হোম
নাটক
টংদোকানের চা খুব এনজয় করি: আফরান নিশো
বর্তমানে ছোটপর্দার পর বড়পর্দায় দাপট দেখাচ্ছেন অভিনেতা আফরান নিশো। সিনেমা আর সিরিজ নিয়ে তাই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। ভিকি জাহেদের সিরিজ ‘আকা’ মুক্তির অপেক্ষায়। তার আগেই প্রযোজনা সংস্থা আলফা-আইয়ের ফেসবুক পেজে এক ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি কীভাবে তার সময় কাটে আর টংদোকানের চায়ের কেমন মজা সেই কথাও বলেছেন নিশো। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সৌজন্যে ৭ পর্বের সিরিজ ‘আকা’ হইচইয়ে মুক্তি পাচ্ছে আগামী ০৪ সেপ্টেম্বর। এছাড়াও রেদওয়ান রনির ‘দম’ সিনেমার শুটিংও শুরু করবেন তিনি।
1 দিন আগে
অপূর্বর ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট ছিল যে নাটক
অপূর্বর ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট ছিল যে নাটক
2025-06-30
মিডিয়া জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দেড় দশক ধরে টিভি নাটকে অভিনয় করছেন। তিনি রোমান্টিক নায়ক হিসেবে শীর্ষ অবস্থান গড়ে তুলেছেন। নাটক ছাড়াও ওয়েব সিরিজ ও সিনেমাতেও অভিনয় করে চলেছেন এই অভিনেতা। এছাড়াও টালিউডের সিনেমাতেও অভিনয় করেছেন আমাদের দেশের অপূর্ব। তিনি 'গ্যাংস্টার রিটার্ন' সিনেমাতেও অভিনয় করেছেন। আবার 'ব্যাকডেটেড' নামের একটি টেলিফিল্ম পরিচালনা করেছেন অপূর্ব। কিন্তু সিনেমায় নয়, তার ক্যারিয়ার মজবুত আছে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। আর দীর্ঘ এই দেড় দশকে 'বড় ছেলে' নাটকটি তার ক্যারিয়ারের বাঁক বদলে দিয়েছে।
এবারও ঈদের যে নাটক দিয়ে ট্রেন্ডিংয়ে নিলয়-হিমি
এবারও ঈদের যে নাটক দিয়ে ট্রেন্ডিংয়ে নিলয়-হিমি
2025-06-16
বর্তমানে নাটকের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। জুটি বেঁধে একাধিক দর্শকপ্রিয় নাটক তারা উপহার দিয়েছে। দর্শকপ্রিয়তা থাকায় এদের জুটি করেই একাধিক নাটক নির্মাণ করা হচ্ছে। এবারের ঈদুল আজহায়ও এ জুটির একাধিক নাটক প্রকাশ হয়েছে। প্রায় প্রতিটি নাটক রয়েছে দর্শক পছন্দের তালিকায়। তবে ইউটিউবের যুগে ‘ভিউ’র পাশাপাশি ‘ট্রেন্ডিং’ বলেও একটি শব্দ খুব পরিচিত। শিল্পী থেকে শুরু করে পরিচালক ও নাটকসংশ্লিষ্ট সবাই চায় তাদের নাটকটি ভিউয়ের পাশাপাশি যেন ইউটিউব ট্রেন্ডিংয়ে উঠে আসে। অন্যবারের মতো এ ঈদেও ট্রেন্ডিংয়ে রয়েছে নিলয়-হিমি জুটির নাটক ‘কোটি টাকার চেয়ারম্যান’।