ইয়াশ-তটিনীর ঈদের নাটক ‘বউয়ের বিয়ে’
এক অসাধারণ ভিন্নধর্মী গল্পে এবার দেখা যাবে ছোটপর্দার এই সময়ের সেরা জুটি ইয়াশ রোহান ও তটিনীকে। এই জুটিকে নিয়ে নির্মাতা রুবেল হাসান ‘বউয়ের বিয়ে’ নামের নাটকটি নির্মাণ করেছেন । সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প রচনা করেছেন কামরুন্নাহার দিপাএবং চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দীন।