আর্কাইভ
লগইন
হোম
নাটক
এবার নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করলেন তাসনিয়া ফারিণ
অভিনেত্রী তাসনিয়া ফারিণ আগেই জানিয়ে ছিলেন যে তিনি প্রযোজনায় আসছেন। ‘ফড়িং ফিল্মস’ নামে প্রতিষ্ঠানের মাধ্যমে তার জীবনরে নতুন অধ্যায় শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই। সামাজিক মাধ্যমে এই বিষয়ে একটি ছবি প্রকাশ্য করেছেন তাসনিয়া ফারিণ। এরপর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন অধ্যায়ের শুরু- ‘ফড়িং ফিল্মস’ আমার প্রোডাকশন হাউস। সবাই আমার জন‍্য দোয়া করবেন। এর পূর্বে প্রতিষ্ঠানটি নিয়ে ফারিণ জানান, এই বছরের শেষ দিকে তার গাওয়া গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান।
4 দিন আগে
অস্কারজয়ী অভিনেতা-নির্মাতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন
অস্কারজয়ী অভিনেতা-নির্মাতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন
2025-09-17
অস্কারজয়ী মার্কিন অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড আর নেই। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের প্রোভো শহরে নিজ বাড়িতে তিনি ঘুমের মধ্যে নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। রেডফোর্ডের মুখপাত্র এই খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। ১৯৬৩ সালে ‘বেয়ারফুট ইন দ্য পার্ক’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়জগতে নিজের অবস্থান পোক্ত করেন রেডফোর্ড। ১৯৬৭ সালে নাটকটি চলচ্চিত্রে রূপ নিলে আরও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সত্তরের দশকে হলিউডের শীর্ষ নায়কদের কাতারে জায়গা করে নেন। ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত দ্য স্টিং তাকে এনে দিয়েছিল সেরা অভিনেতা হিসেবে অস্কার মনোনয়ন।
বিয়ে না করার কারণ বললেন অভিনেতা মারজুক রাসেল
বিয়ে না করার কারণ বললেন অভিনেতা মারজুক রাসেল
2025-09-03
গান, কবিতা, অভিনয়- সব জায়গাতেই যার পদচারণা তিনি হলেন মারজুক রাসেল। ৫২ বছর বয়সেও ‘কেন তিনি এখনো বিয়ে করেননি?’ সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি নিজেই। মারজুক জানান, আসলে কারও সঙ্গে তার টিউন মেলেনি, তাই বিয়ের বন্ধনে জড়ানো হয়নি। ১৯৯৬ সালে একবার চেষ্টা করেছিলেন দাম্পত্য জীবনে জড়াতে, কিন্তু ম্যাচ না হওয়ায় সেটা ভেস্তে যায়। তার কথায়, ম্যাচ না করলে জোর করে ম্যাচ করাইয়া সারাজীবন ক্যাচক্যাচ-ঘ্যাচঘ্যাচ কইরা যাওয়ায় আমি আগ্রহী নই। নারীসঙ্গ প্রসঙ্গে তিনি বলেন, জীবনে নারীসঙ্গী অটো থাকে, এটা ন্যাচারাল। যেমন একটা গাছকে আপনি জিজ্ঞেস করতে পারেন না, তার নারীসঙ্গী বা পুরুষসঙ্গী কে। নারী ছাড়া আমি জন্মাইতেও পারব না, পুরুষও না।
তিন বছর পর আবার জুটি হলেন তাহসান ও মিম
তিন বছর পর আবার জুটি হলেন তাহসান ও মিম
2025-09-03
তাহসান খান গানের জগতের মানুষ। নিজেকে সংগীতশিল্পী হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য তার। তবে অভিনয়টা শুরু করেছিলেন ভালো লাগা থেকে। সেই অভিনয়টা যে নিয়মিত হয়ে যাবে, তা ভাবেননি। অন্যদিকে লাক্স তারকা হয়ে ‘দারুচিনির দ্বীপ’ সিনেমা দিয়ে বিদ্যা সিনহা মিমের যাত্রা শুরু। ‘পরাণ’ সিনেমায় সাফল্যের পর তার চলচ্চিত্রের অবস্থানটা পেয়েছে নতুন মাত্রা। এই দুই তারকা ৩ বছর আগে একসঙ্গে ৩টি নাটকে জুটি হয়েছিলেন। নাটক ৩টি হলো- ‘আদার হাফ’, ‘অবশেষে’ ও ‘মরিবার হলো তার সাধ’। এরপর আর একসঙ্গে স্ক্রিনে দেখা যায়নি তাদের। এই সময়ে দুইজনের জীবনে এসেছে নানা পরিবর্তন।