আর্কাইভ
লগইন
হোম
শবনম ফারিয়ার মসজিদে বিয়ে, দ্বিতীয় বরের পরিচয় জানালেন
শবনম ফারিয়ার মসজিদে বিয়ে, দ্বিতীয় বরের পরিচয় জানালেন
দ্য নিউজ ডেস্ক
September 20, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
আমি চাই না নাতনি বিয়ে করুক: জয়া বচ্চন
আমি চাই না নাতনি বিয়ে করুক: জয়া বচ্চন
19 ঘন্টা আগে
সমালোচনা-বিতর্ক যেন নিত্যসঙ্গী বলিউড অভিনেত্রী জয়া বচ্চনের। পাপারাজ্জিদের কড়া ভাষায় শাসন, নিজের মন্তব্যে বহুবার নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে, সম্পর্ক ও অমিতাভ বচ্চনকে ঘিরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আবার আলোচনায় জয়া বচ্চন। ‘গুড্ডি’ খ্যাত অভিনেত্রী বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য করে নেটিজেনদের মাঝে তোলপাড় সৃষ্টি করেছেন। অনেকেই সমালোচনা করছেন। আবার কেউ বেউ বলছেন- এটাই জয়া, নিজের মতপ্রকাশে আপোসহীন। জয়া বলেন, বিয়ের ধারণা আজ পুরোনো হয়ে গেছে। বিশেষ করে নিজের নাতনি নভ্যা নাভেলিকে তিনি বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, আমি চাই না নভ্যা বিয়ে করুক। বর্ষীয়ান অভিনেত্রী আরও বলেন, জীবনকে উপভোগ করা উচিত। সম্পর্ক, শারীরিক আকর্ষণ— এগুলোর গুরুত্ব আছে; কিন্তু বিয়ের মতো সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আজ অনেকটাই কমেছে।
শুটিংয়ে আহত হন চিত্রনায়ক আরিফিন শুভ
শুটিংয়ে আহত হন চিত্রনায়ক আরিফিন শুভ
20 ঘন্টা আগে
অনেকটাই চুপিসারে ঢাকার বাইরে চলছে চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত ‘মালিক’ সিনেমার শুটিং চলছে। বিষয়টি পুরো ইউনিট গোপন রাখতে চাইলেও তা পুরোপুরি সম্ভব হয়নি। ইতোমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে শুটিংয়ের কয়েকটি দৃশ্য। এরমধ্যেই জানা গেল, শুটিং করতে গিয়ে আহত হয়েছেন আরিফিন শুভ। একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় তার শরীরে আগুন লাগে। সিনেমার মতোই এই দুর্ঘটনা নিয়েও চুপ রয়েছেন সিনেমার সঙ্গে যুক্তরা। তবে শুটিং ইউনিটের কয়েকটি সূত্র জানায়, অ্যাকশন দৃশ্যটিতে শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল। সবকিছু ঠিকভাবেই প্রস্তুত ছিল। কিন্তু ক্যামেরা চালু হতেই নিয়ন্ত্রণ হারিয়ে আগুন হঠাৎ করে শুভর পায়ে ধরে যায়। কয়েক সেকেন্ডের ব্যবধানে শিখা আরও উঁচু হতে থাকে। সূত্রগুলো আরও জানায়, আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন থামছিল না। তীব্র তাপে ভারসাম্য হারিয়ে একসময় মাটিতে পড়ে যান তিনি। তখন ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। আগুন নেভালেও তার পায়ে দগ্ধচিহ্ন পড়ে।
সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হলে ঝুঁকি বাড়বে শিশুদের: ইউটিউব
সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হলে ঝুঁকি বাড়বে শিশুদের: ইউটিউব
21 ঘন্টা আগে
অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের আইন কার্যকর করতে চলেছে। এই নিয়ে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব জানিয়েছে, এই আইন কার্যকর হলে শিশুদের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে। ইউটিউবের দাবি, এই আইন তড়িঘড়ি করে বানানো হয়েছে। এই আইন কার্যকর করা হলে কঠোর প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থা নিষ্ক্রিয় হয়ে পড়বে বলে জানিয়েছে সংস্থাটি। আর এই নিয়ে দেশটিতে চলছে-একদিকে প্রশংসা, অন্যদিকে সমালোচনা। ইউটিউব আরও জানিয়েছে,আগামী ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা শুরু হলে অভিভাবকরা আর তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানের অ্যাকাউন্ট নজরে রাখার সুযোগ পাবেন না। কনটেন্ট সেটিংস নিয়ন্ত্রণ বা কোনো চ্যানেল ব্লক করার সুযোগ তাদের হাতে থাকবে না। শিশুরা তখনো ভিডিও দেখতে পারবে, তবে অ্যাকাউন্ট ছাড়া।
মোশাররফ করিমের সংসার চলে লোক হাসিয়ে
মোশাররফ করিমের সংসার চলে লোক হাসিয়ে
1 দিন আগে
ছোট পর্দার নাটক, সিনেমা এবং ওটিটি কনটেন্ট-সব মাধ্যমেই জনপ্রিয়তার তুঙ্গে ব্যস্ত অভিনেতা মোশাররফ করিম। বছরজুড়ে নাটক নিয়ে ব্যস্ত থাকা এই অভিনেতা সিনেমা নিয়েও বর্তমানে খুব মনোযোগী। সর্বশেষ তাকে দেখা গেছে গত কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ নামে একটি সিনেমায়। এবার জানা গেল আরও একটি নতুন সিনেমার খবর। চলতি মাসেই এটি মুক্তি পাবে। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটিতে। ‘ডিমলাইট’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন মোশাররফ করিম। এই সিনেমার মধ্য দিয়েই প্রথমবার তিনি স্ট্যান্ডআপ কমেডিয়ানের চরিত্রে পর্দায় আসছেন। যিনি লোক হাসিয়েই জীবিকা নির্বাহ করেন। এটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন।