আর্কাইভ
লগইন
হোম
নেপালে এক বাংলাদেশি পরিবার মারধর ও লুটের শিকার
নেপালে এক বাংলাদেশি পরিবার মারধর ও লুটের শিকার
দ্য নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
মালয়েশিয়ায় প্রবাসী ভোটার নিবন্ধন ৫০ হাজার ছাড়ালো
মালয়েশিয়ায় প্রবাসী ভোটার নিবন্ধন ৫০ হাজার ছাড়ালো
17 ঘন্টা আগে
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা। দীর্ঘদিন প্রবাসে থেকেও দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত থাকার সুযোগ এবার বাস্তব রূপ পেয়েছে পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে। এই সুযোগকে ঘিরে মালয়েশিয়ায় কর্মরত রেমিট্যান্স যোদ্ধারা নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। সর্বশেষ তথ্যমতে, মালয়েশিয়া থেকে ৫০,৪৩০ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটের জন্য সফলভাবে ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। দিনমজুর থেকে শুরু করে নির্মাণশ্রমিক, কারখানাকর্মী ও পেশাজীবী-সব শ্রেণির প্রবাসীদের মাঝেই নিবন্ধনে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
 ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায়
৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায়
1 দিন আগে
চলতি বছরে মালয়েশিয়া জুড়ে পরিচালিত অভিযানে ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১৩,৬৭৮টি অভিযানে ২ লাখ ৩৫ হাজার ৩৪৩ জন বিদেশিকে তল্লাশি করা হয়েছে। তল্লাশিকৃতদের মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর কার্ডধারী ৫,২৯৪ জনও ছিলেন। তিনি জানান, অভিযানে সরাসরি আটক হওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা ৫০,৪৭২ জন। এছাড়া দেশের প্রধান প্রবেশপথ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হস্তান্তরের পর আরও ৪১,৩৫৭ জনকে আটক করা হয়।
এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ
এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ
1 দিন আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এনসিপির হয়ে ঢাকা-৯ আসনে লড়ার কথা ছিল তাসনিম জারার। কিন্তু আজ নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে জারা লিখেছেন, ‘এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব।’ ঢাকা-৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’
এবার ঢাকা- ১৭ আসনে চমক দেখাতে চায় বিএনপি
এবার ঢাকা- ১৭ আসনে চমক দেখাতে চায় বিএনপি
2 দিন আগে
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে এখনো কোনো সমঝোতা হয়নি বিএনপির। দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার মনোয়নপত্র সংগ্রহ করেন। বিএনপির একটি সূত্র জানায়, ঢাকা-১৭ আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী করে চমক দেখাতে চায় দলটি। বিএনপির একজন দায়িত্বশীল নেতা গণমাধ্যমকে বলেন, পার্থকে বিএনপিতে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি এ প্রস্তাবে রাজি হলে ঢাকা-১৭ আসন দেওয়া হতে পারে। রাজি না হলে সেক্ষেত্রে পার্থকে ভোলা সদর আসন ছেড়ে দেওয়া হবে। তবে সবকিছু নির্ভর করছে বিএনপির দলীয় সিদ্ধান্তের ওপর। আজ বা কালকের মধ্যেই বিএনপি এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।