আর্কাইভ
লগইন
হোম
নেপালে জেন জি বিক্ষোভ
নেপালে জেন-জি বিক্ষোভে নিহত বেড়ে ৫১ -তে দাঁড়িয়েছে
চলমান ‘জেনারেশন জেড’ বা ‘জেন-জি’ বিক্ষোভে নেপালের পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত হয়েছেন অন্তত ৫১ জন। এছাড়া বর্তমানে ২৮৪ আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। নেপাল পুলিশের মুখপাত্র ডিআইজি বিনোদ ঘিমিরে জানান, নিহতদের মধ্যে ২১ বিক্ষোভকারী, ৩ পুলিশ সদস্য, ৯ বন্দি, ১৮ জন অন্যান্য ও একজন ভারতীয় নারী রয়েছেন। খবর দি হিমালয়ান টাইমসের। অন্যদিকে, স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের সচিব ড. বিকাশ দেবকোটা বলেছেন, সারাদেশের ৫২টি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২৮৪ জন আহত ব্যক্তি চিকিৎসাধীন। ড. বিকাশ দেবকোটা আরও জানান, ১,৭৭১ জনেরও বেশি আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। নেপাল প্রেসের তথ্য অনুযায়ী, বিক্ষোভের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে মোট ১৪,৩০৭ জন বন্দি পালিয়ে গেছে।
2025-09-13
বিক্ষোভের মুখে সোশ্যাল মিডিয়া খুলে দিল নেপাল সরকার
বিক্ষোভের মুখে সোশ্যাল মিডিয়া খুলে দিল নেপাল সরকার
2025-09-09
নেপালের কাঠমান্ডুতে তরুণ প্রজন্মের ব্যাপক বিক্ষোভ ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে ১৯ জন নিহত ও শতাধিক আহত হওয়ার পর অবশেষে ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্বাধীন মন্ত্রিসভা। খবর বিবিসির। নেপালের যোগাযোগ, তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং গতকাল সোমবার (০৮ সেপ্টেম্বর) রাতে এক ঘোষণায় এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত। বৈঠকের পর সাংবাদিকদের বলেন পৃথ্বী সুব্বা গুরুং বলেন, ‘সরকার জেন জি’দের দাবি মেনে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন আন্দোলনকারীদের প্রতি আমাদের অনুরোধ— আপনারা শান্ত হোন এবং বাড়ি ফিরে যান।’