নেপালে এক বাংলাদেশি পরিবার মারধর ও লুটের শিকার
এক বাংলাদেশি পরিবার নেপালে অশান্ত পরিস্থিতিতে মারধর ও লুটের শিকার হয়েছে। এছাড়া সেখানে আরও ২০ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে বাংলাদেশ দূতাবাস।
নেপালের বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি হোটেলে গত মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা ভাঙচুর ও হামলা চালায়। সে সময় ঐহোটেলে একটি বাংলাদেশি পরিবারও হামলার শিকার হন। পরে ঐ পরিবারটিকে উদ্ধার করে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসে আশ্রয় দেওয়া হয়েছে।