আর্কাইভ
লগইন
হোম
ইনস্টাগ্রামে যুক্ত হলো ‘ওয়াচ হিস্ট্রি’ ফিচার
ইনস্টাগ্রামে যুক্ত হলো ‘ওয়াচ হিস্ট্রি’ ফিচার
দ্য নিউজ ডেস্ক
October 25, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
নির্মাতা রনির সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান!
নির্মাতা রনির সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান!
13 ঘন্টা আগে
দেশের শোবিজে কান পাতলেই শোনা যেত, নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে প্রেম করছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি খবর ছড়ায় তাদের প্রেম ভেঙে গেছে! তবে এবার সাদিয়া আয়মান কার্যত স্বীকারই করেছেন প্রেমের সম্পর্কের বিষয়টি। দেশের একটি গণমাধ্যমের ভিডিও স্ট্রিমিংয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। উপস্থাপিকা মৌসুমী মৌ একটি চিরকুট ধরিয়ে দেন সাদিয়া আয়মানের হাতে। সেই চিরকুটে লেখা ছিল, প্রেম বিষয়ক প্রশ্নটা। এতে বলা হয়, রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন সত্য নাকি মিথ্যা? এর উত্তরে সাদিয়া আয়মান বলেন, যে গুজব রটে, সেটা কিছুটা হলেও তো সত্য বটে। গণমাধ্যমের ভিডিওর টাইটেলও অবশ্য ছিল, রেদওয়ান রনির সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান।
কেমন আছেন সবার প্রিয় সেই ‘ম্যাকগাইভার’?
কেমন আছেন সবার প্রিয় সেই ‘ম্যাকগাইভার’?
2 দিন আগে
নব্বই দশকে বাংলাদেশে জনপ্রিয় ধারাবাহিক সিরিজ 'ম্যাকগাইভার' প্রচার করে বিটিভি। এরপর ‘আঙ্গাস ম্যাকগাইভার’ চরিত্রটিকে আপন করে নেয় শিশু–কিশোররা। সেই সময় বাংলাদেশে দেদার বিক্রি হয় ম্যাকগাইভারের ছবিসংবলিত খাতা, ভিউকার্ড আর স্টিকার। ম্যাকগাইভার হওয়ার স্বপ্ন দেখতো শিশু–কিশোররা। বিশ্বজুড়ে সাড়া ফেলানো টিভি সিরিজ ম্যাকগাইভার ১৯৮৫ সালের ২৯ সেপ্টেম্বর প্রচারে আনে এবিসি নেটওয়ার্ক। সাত বছর পর ১৯৯২ সালের ২১ মে সিরিজটির প্রচার শেষ হয়। পেশায় গুপ্তচর। বিপদে পড়লে হাতের কাছে যা মেলে, তা দিয়ে তৈরি করে ফেলেন জটিল সব যন্ত্র। আর সেসব যন্ত্র দিয়ে বড় বড় সব কাজ করে ফেলেন—ম্যাকগাইভার। ‘ম্যাকগাইভার’ চরিত্রটিকে প্রাণ দেন- মার্কিন অভিনেতা রিচার্ড ডিন অ্যান্ডারসন। তবে ম্যাকগাইভার নামেই দর্শক তাকে চেনেন এবং জানেন। যদিও তিনি এর আগে টেলিভিশন সোপ অপেরা জেনারেল হসপিটাল–এ ড. জেফ ওয়েবার চরিত্র করে খ্যাতি অর্জন করেছিলেন। ১৯৯২ পর্যন্ত ম্যাকগাইভার সিরিজে কাজ করেন। ১৯৯৭ সালে আরেক মার্কিন টিভি সিরিজ স্টারগেট এসজি-১–এ কাজ শুরু করেন অ্যান্ডারসন। তিনি ২০০৭ সাল পর্যন্ত স্টারগেট এসজি-১-এ কাজ করেন। ২০১৩ সালে মার্কিন টেলিভিশন সিটকম ডোন্ট ট্রাস্ট দ্য বি—ইন অ্যাপার্টমেন্ট টোয়েন্টি থ্রির একটি পর্বে অ্যান্ডারসনকে দেখা যায়। এরপর তাকে আর অভিনয়ে দেখা যায়নি। তখন মেয়ে ওয়াইলির বয়স ১৫ বছর। মূলত মেয়েকে সময় দিতেই অভিনয় ছাড়েন তিনি।
কিশোর-কিশোরীরা যেসব কন্টেন্ট বেশি দেখে ইনস্টাগ্রামে
কিশোর-কিশোরীরা যেসব কন্টেন্ট বেশি দেখে ইনস্টাগ্রামে
3 দিন আগে
ডিজিটাল যুগে ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীরা খাবারজনিত মানসিক ব্যাধি-সম্পর্কিত কনটেন্ট ৩ গুণ বেশি দেখছে— এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মেটার নিজস্ব এক গবেষণা প্রতিবেদনে। মেটার জরিপ অনুযায়ী, যেসব কিশোর-কিশোরী নিজেদের শরীর নিয়ে হতাশ, তারা ইনস্টাগ্রামে শরীরকেন্দ্রিক কনটেন্ট বেশি দেখছে। এসব পোস্টে দেহের নির্দিষ্ট অঙ্গ যেমন- বুক, উরু ও নিতম্বের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। গবেষণায় এমন সব ভয়াবহ কনটেন্টও পাওয়া গেছে, যেগুলোর মধ্যে ছিল অন্তর্বাস পরা অতিমাত্রায় রোগা নারীর ছবি, নিজের গলা কেটে ফেলা এক নারীর ছবি এবং কান্নারত এক চরিত্রের অঙ্কন— যার পাশে লেখা ছিল, ‘আমি কখনোই তুলনীয় নই’ ও ‘সব শেষ করে দাও’। এসব কনটেন্ট এতটাই সংবেদনশীল যে মেটার গবেষকরা সেগুলোতে ‘সেনসেটিভ কনটেন্ট’ লেবেল যুক্ত করতে বাধ্য হন।