ইনস্টাগ্রামে যুক্ত হলো ‘ওয়াচ হিস্ট্রি’ ফিচার
তুমুল জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অবশেষে চালু করেছে বহু প্রতীক্ষিত ‘ওয়াচ হিস্ট্রি’ ফিচার। এই নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাদের আগেই দেখা রিলস ভিডিওগুলো সহজেই আবার দেখতে পারবেন। দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা এই ফিচারটির দাবি জানিয়ে আসছিলেন।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, অনেক ব্যবহারকারী আগে দেখা কোনো রিলস আবার খুঁজে পেতে সমস্যায় পড়তেন। তাই এই নতুন ফিচারটি তৈরি করা হয়েছে যেন তারা হারিয়ে ফেলা বা সেভ না করা রিলস সহজে খুঁজে পান।