আর্কাইভ
লগইন
হোম
প্রায় ৮০০ যুদ্ধবন্দি মুক্তি দিল রাশিয়া-ইউক্রেন
প্রায় ৮০০ যুদ্ধবন্দি মুক্তি দিল রাশিয়া-ইউক্রেন
দ্য নিউজ ডেস্ক
মে ২৪, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
জোহরান মামদানির ঐতিহাসিক বিজয় বাংলাদেশি ‘আঙ্কেল আন্টিদের’
জোহরান মামদানির ঐতিহাসিক বিজয় বাংলাদেশি ‘আঙ্কেল আন্টিদের’
1 ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানি ঐতিহাসিক জয় পেয়েছেন। জয় হয়েছে প্রবাসী বাংলাদেশিদের। বাংলাদেশি ‘আঙ্কেল আন্টিদের’। যুক্তরাষ্ট্রের মূলধারার সব মিডিয়ায় এই নির্বাচনে বাংলাদেশিদের ভূমিকাকে গৌরোবজ্জল বলে উল্লেখ করা হয়েছে। শতকরা ৯৮ ভাগ বাংলাদেশি মুসলমান এবার ভোট দিয়েছেন। যার অধিকাংশ ভোটই পেয়েছেন জোহরান মামদানি। মুসলমান হিসেবে ভালোবাসার আবেগকে ধারণ করে বারবার মামদানি বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিউইয়র্ক টাইমস এই নির্বাচনে একটি ছোট উদীয়মান বাংলাদেশি কমিউিনিটি মামদানিকে নির্বাচিত করতে যে ভূমিকা রেখেছে তার ফলাও করে প্রচার করেছে। বাংলাদেশিরাই ছিল মামদানির নির্বাচনী প্রচারণার ভ্যানগার্ড। নির্বাচনের দিন বাংলাদেশি মহিলারা ঘর থেকে বের হয়ে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন সূর্য উঠার আগেই।
নোবেলের মতো ‘শান্তি পুরস্কার’ দেবে ফিফা, ট্রাম্প কি জিতবেন এটা?
নোবেলের মতো ‘শান্তি পুরস্কার’ দেবে ফিফা, ট্রাম্প কি জিতবেন এটা?
2 দিন আগে
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা একটি নতুন পুরস্কারের ঘোষণা করেছে- ‘ফিফা পিস প্রাইজ’। এই পুরস্কার দেওয়া হবে শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ ভূমিকার স্বীকৃতি হিসেবে। আগামী ০৫ ডিসেম্বর ওয়াশিংটনে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করবে ফিফা। গতকাল বুধবার (০৫ নভেম্বর) এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, পুরস্কারটি ‘শান্তির জন্য অসাধারণ পদক্ষেপের স্বীকৃতি হিসেবে’ প্রদান করা হবে। তবে প্রথম পুরস্কারটি কে পাবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এখনই জানাননি। তিনি বলেন, ‘০৫ ডিসেম্বরেই দেখবেন।’ এই কথা ইনফান্তিনো বলেন মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরামে বক্তৃতা দেওয়ার সময়, যেখানে কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিয়েছিলেন।
ফ্লোরিডায় মেসির হাতে শহরের চাবি তুলে দিলেন মিয়ামির মেয়র
ফ্লোরিডায় মেসির হাতে শহরের চাবি তুলে দিলেন মিয়ামির মেয়র
2 দিন আগে
বিগত ২০২৩ সাল থেকে লিওনেল মেসির বসবাস যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে ইন্টার মিয়ামিতে খেলছেন, থাকছেন মিয়ামিতে। এবার সেই শহরের চাবি নিজের হাতে পেলেন মেসি। তার হাতে এই চাবি তুলে দেন খোদ মিয়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ। তবে এই চাবি অবশ্য আক্ষরিক নয়। প্রতীকী একটি চাবি তুলে দেওয়া হয় তার হাতে। মূলতঃ তাকে সম্মাননা দিতেই এই অভিনব পন্থা অবলম্বন করে মিয়ামি কর্তৃপক্ষ। ইন্টার মিয়ামির অন্যতম মালিক জর্জ মাস মঞ্চে উঠে মেসির হাতে প্রতীকী ‘চাবি’ তুলে দেন। তিনি বলেন, ‘এই শহরের মানুষের হৃদয় তুমি জয় করেছো। এটি আমাদের তরফ থেকে ছোট্ট এক ভালোবাসার উপহার।’ মেসি আবেগভরে বলেন, ‘আমি সত্যিই সম্মানিত বোধ করছি। এটি আমার জন্য এক বড় সম্মান।’