ইসরাইলি লাগাতার হামলা, গাজায় নিহত ৬০ ফিলিস্তিনি
অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় একদিনে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা প্রায় ৬২,১০০ জনে পৌঁছে গেছে। এছাড়া গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে একদিনে আরও ৩১ জন নিহত হয়েছেন। অন্যদিকে, অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ৩ জনের।
গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিগত ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৬২,০৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।