আর্কাইভ
লগইন
হোম
শাহরুখের জন্মদিনেই এলো প্রথম ঝলক, ‘কিং’ সিনেমার টিজার প্রকাশ
শাহরুখের জন্মদিনেই এলো প্রথম ঝলক, ‘কিং’ সিনেমার টিজার প্রকাশ
দ্য নিউজ ডেস্ক
November 02, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
তাহসানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন তাসনিয়া ফারিণ
তাহসানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন তাসনিয়া ফারিণ
16 ঘন্টা আগে
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। দীর্ঘ এক সাক্ষাৎকারে টালিগঞ্জ সফর, বড় পর্দায় অভিষেক, নিজেকে নিয়ে তৈরি নানা জল্পনা-কল্পনা নিয়েও বিস্তর কথা বলেন অভিনেত্রী। এই সময়ই তাহসানের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন নিয়েও হয় কথাবার্তা। সংসার জীবনের সঙ্গে অভিনয় জীবন- দু’টোর সঙ্গেই তাল মেলাচ্ছেন তাসনিয়া ফারিণ। অভিনেত্রীর কথায়, আপনারা হয়তো আগামী দিনে আমার উদাহরণ দেবেন। বলবেন, অল্প বয়সে বিয়ে করেও অভিনয় করে গেছি। বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই। একজন নায়িকা কত বছর বয়সে বিয়ে করবেন, সেটাই বা নির্দিষ্ট করে দেওয়া হবে কেন? আমার সঠিক সময় কোনটা, সেটা আমি ঠিক করবো। আমি তো দেখছি, বিয়ের পর আমার কাজ বেড়েছে। এরপরই তাহসানের সঙ্গে প্রেমের সেই পুরোনো গুঞ্জন নিয়ে ফারিণ বলেন, বিষয়টি পুরোটাই ভুলভাল। আমি অনেকদিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। এই কারণে লোকে কিছু না জেনে হঠাৎ করে তাহসানের নাম জড়িয়ে দেয়। তারপরই প্রেমিককে (বর্তমান স্বামী) প্রকাশ্যে আনি, সবার ভুল ভাঙে।
আজ ৫২-তে পা রাখলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই
আজ ৫২-তে পা রাখলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই
1 দিন আগে
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন আজ ৫১ পেরিয়ে ৫২-তে পা দিলেন। কিন্তু অনন্য সৌন্দর্যের প্রতীক এই অভিনেত্রীকে দেখে তা বোঝার উপায় নেই যে, তার বয়স নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে। সৌন্দর্য, মাধুর্য আর আত্মবিশ্বাস মিলিয়ে এখনো যেন ৯০ দশকের সেই হম্বিতম্বি তরুণী ঐশ্বরিয়া রাই। বয়স বাড়ছে, কিন্তু দীপ্তি কমছে না। ঐশ্বরিয়া প্রমাণ করেছেন, সত্যিকারের সৌন্দর্য কখনো ম্লান হয় না, তা থেকে যায় চোখে ও মননে আর অনুপ্রেরণায়। অভিনেত্রীর ৫১ পেরিয়ে গেলেও সময় যেন তাকে স্পর্শই করতে পারেনি। সৌন্দর্য ও আত্মবিশ্বাসে তিনি এখনো নতুন প্রজন্মের অনুপ্রেরণা—আইকোনিক। সৌন্দর্যের সংজ্ঞা সময়ের সঙ্গে বদলায়, কিন্তু কিছু নাম সময়কেও হার মানিয়ে দেয়। ঠিক তেমনই ‘ঐশ্বরিয়া রাই বচ্চন’। তার জন্মদিনে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে, ভক্তরা বলছেন- ঐশ্বরিয়া রাই বচ্চন, সময় তোমার কাছে হার মানিয়েছে।
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি
1 দিন আগে
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র ভালো নেই। ৮৯ বছরের এই অভিনেতা গত ৪-৫ দিন ধরেই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন। একটি সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৪-৫ দিন ধরে ধর্মেন্দ্র হাসপাতালে আছেন। তবে উদ্বেগের কিছু নেই বলেও জানানো হয়। ধর্মেন্দ্রকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত এই তারকার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন। আগামী ০৮ ডিসেম্বর এই তারকা ৯০ বছরে পা দেবেন।
আজানের সময় গান থামিয়ে প্রশংসায় ভাসছেন সোনু নিগম
আজানের সময় গান থামিয়ে প্রশংসায় ভাসছেন সোনু নিগম
3 দিন আগে
বলিউডের গায়ক সোনু নিগম কয়েক বছর আগে আজান নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন। তবে সেই আজানকে সম্মান জানিয়েই এবার অনুষ্ঠান থামিয়ে দিলেন সোনু নিগম। সম্প্রতি ভারতের শ্রীনগর নামের একটি এলাকায় পারফর্ম করতে যান সোনু নিগম। সেখানে ছিল তার প্রথম অনুষ্ঠান। আর সেখানেই ভাইরাল হলো সোনু নিগমের অনুষ্ঠানের একটি মুহূর্ত। মাইকে আজান বাজবে, সেটা বুঝতে পেরেই, গানের অনুষ্ঠান থামিয়ে দেন সোনু নিগম। এমন সময়ের ভিডিওটি ভাইরাল হতেই প্রশংসায় ভাসছেন এই গায়ক। ভিডিওতে সোনু নিগমকে বলতে শোনা যায়, আজান শুরু হবে বলে শ্রোতাদের কাছে দুই মিনিট চেয়ে নেন সোনু নিগম। এই সময় গায়ককে বলতে শোনা যায়, আমাকে দুই মিনিট সময় দিন দয়া করে। এখানে এখনই আজান শুরু হবে। এরপর দুই মিনিটের জন্য অনুষ্ঠান বন্ধ রাখেন।