শাহরুখের জন্মদিনেই এলো প্রথম ঝলক, ‘কিং’ সিনেমার টিজার প্রকাশ
বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন আজ রোববার (০২ নভেম্বর)। আজ ৬০ বছরে পা রাখলেন এই মেগাস্টার। সকাল থেকেই ভক্তরা অধীর অপেক্ষা ছিল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের জন্য। অবশেষে মুক্তি পেল সেই টিজার। প্রথমবার বহুল আলোচিত সিনেমার এক ঝলক এলো প্রকাশ্যে।
যেমন ভাবা, এই টিজার তেমনই- যেন শাহরুখময়। অ্যাকশনের জৌলুসে যথারীতি চমকে দিয়েছেন কিং খান। শাহরুখকে এমন ঝকঝকে স্মার্ট লুকে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত।
সাম্প্রতিক বলিউড সিনেমায় দক্ষিণী ধাঁচের অ্যাকশন ও থ্রিল দারুণ ভাবে মিশতে দেখা যাচ্ছে। সেই চলতি ট্রেন্ড মাথায় রেখেই শাহরুখকেও কিছুটা ‘জাওয়ান’-এর মতোই দেখতে লাগছে এখানে। তবে সম্ভবত সিনেমায় ভায়োলেন্সের পরিমাণ অনেকটাই বেশি থাকবে। রক্তস্নাত শাহরুখকে দেখে মুগ্ধ নেটিজেনরা।