আর্কাইভ
লগইন
হোম
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ, ৩ কিশোর কারাগারে
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ, ৩ কিশোর কারাগারে
দ্য নিউজ ডেস্ক
অক্টোবর ০৪, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরকীয়া প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা, নববধূ গ্রেফতার
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরকীয়া প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা, নববধূ গ্রেফতার
6 ঘন্টা আগে
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে নববধূর বিরুদ্ধে পরকীয়া প্রেমিকের সহায়তায় কৌশলে স্বামী আব্দুল করিমকে (২৫) গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এছাড়া অভিযুক্ত নববধূকে পুলিশ আটক করেছে। মৃত আব্দুল করিম নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে। পুলিশ ও নিহত আব্দুল করিমের বাবা নবী মণ্ডল ও মামা ইদ্রিস আলী জানান, গত ১ মাস আগে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে অটোরিকশাচালক আব্দুল করিম পাবনা জেলার বেড়া উপজেলার চাকলা গ্রামের এক মেয়েকে (১৯) বিয়ে করেন। বিয়ের আগে থেকেই প্রতিবেশী সিএনজি চালক নূর আলম নাহিদের সঙ্গে ঐ তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। গত সপ্তাহে নববধূ বাবার বাড়িতে বেড়াতে যান। এই সময় প্রেমিক নাহিদ ঐ তরুণীকে বিয়ে করার প্রস্তাব দেয়। এরপর তারা করিমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই পরিকল্পনার অংশ হিসেবে তরুণীকে গ্যাস ট্যাবলেট কিনে দেন প্রেমিক নাহিদ। গত সোমবার (২৭ অক্টোবর) রাতে বাড়ির সবাইকে কৃমির ট্যাবলেট খেতে দেয়। আর কৌশলে কৃমির ওষুধ বলে সবাই খেয়ে সুস্থ স্বামী আব্দুল করিমকে গ্যাস ট্যাবলেট খাওয়ায়। এর কিছুক্ষণ পরেই পেটে জ্বালাপোড়া শুরু হলে করিম চিৎকার করতে থাকেন এবং বমি করতে থাকেন। এই সময় পরিবারের লোকজন স্থানীয় চিকিৎসকের ওষুধ দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর পরিস্থিতির আরও অবনতি হলে প্রথমে স্থানীয় নূরজাহান হাসপাতাল, পরে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সবশেষে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে আব্দুল করিমের মৃত্যু হয়।
রাজধানীর মালিবাগে চাপাতি দেখিয়ে ছিনতাই, গ্রেফতার ২
রাজধানীর মালিবাগে চাপাতি দেখিয়ে ছিনতাই, গ্রেফতার ২
1 দিন আগে
ঢাকার মালিবাগে চাপাতি দেখিয়ে এক শিক্ষার্থীর মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশাসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। গ্রেফতার দুই ছিনতাইকারী হলেন, সুজন (৩০) ও সাইফুল ইসলাম (২৪)। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া। তিনি জানান, গত সোমবার (২৭ অক্টোবর) ভুক্তভোগীর দেওয়া তথ্য ও এলাকার সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে সুজন (৩০) ও সাইফুলকে শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত রিকশা ও ১টি মোবাইল জব্দ করা হয়।
ক্যাসিনো সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড
ক্যাসিনো সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড
2 দিন আগে
অস্ত্র আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন। তবে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন এই তথ্য জানান। বিগত ২০১৯ সালের ০৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে নিয়ে কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এই সময় সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়।
সালমান শাহ হত্যা মামলা: আত্মসমর্পণ করবেন অভিনেতা ডন
সালমান শাহ হত্যা মামলা: আত্মসমর্পণ করবেন অভিনেতা ডন
2 দিন আগে
দেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ ক্যারিয়ারের শীর্ষ সময়েই রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছিলেন। ১৯৯৬ সালের ০৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি প্রথমে ‘আত্মহত্যা’ হিসেবে দেখানো হলেও পরিবার দাবি করে আসছে-এটি একটি পরিকল্পিত হত্যা। প্রায় তিন দশক পর সেই মামলার তদন্তে নতুন মোড় এসেছে। সম্প্রতি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের রিভিশন আবেদন মন্জুর করে মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশের পর ২১ অক্টোবর রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম নতুন করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সালমানের সাবেক স্ত্রী সামিরা হকসহ রয়েছেন অভিনেতা ডনও। খল চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রে পরিচিতি পেয়েছেন এই অভিনেতা।