নারায়ণগঞ্জে মাইক্রোবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি শফিকসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। গতকাল সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে র্যাব-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান-১ থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলো- শফিক (২৪) ও রাশেদ (২২)। তারা মূলতঃ বরিশাল জেলার মুলাদী উপজেলার উত্তর গাছুয়া গ্রামের বাসিন্দা, বর্তমানে ঢাকার ধানমন্ডির জিগাতলা এলাকায় অবস্থান করছিলেন।