আর্কাইভ
লগইন
হোম
ধর্ষণ
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর সহযোগিতায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় স্বামীর সহায়তায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানার পর ঐ তরুণীর স্বামীসহ ৫ জনকে গ্রেফতারর করেছে পুলিশ। গতকাল শনিবার (২৫ অক্টোবর) বিকালে চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত শুক্রবার দিবাগত রাতে তাদের চৌদ্দগ্রামের মিরশ্বানি এলাকা থেকে আটক করা হয়। গতকাল শনিবার সকালে ঐ তরুণী তার স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করলে তাদের গ্রেফতার দেখানো হয়।
4 দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ, ৩ কিশোর কারাগারে
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ, ৩ কিশোর কারাগারে
2025-10-04
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় এক গৃহবধূকে ৩ কিশোরের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর ভুক্তভোগী প্রতিবন্ধী গৃহবধূর মা বাদী হয়ে নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ কিশোরকে গ্রেফতার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি মাকছুদ আহাম্মদ বলেন, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার পর ৩ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেন। আদালতের মাধ্যমে তাদের ১৬৪ ধারা জবানবন্দি নেওয়া হবে।
সাজেকে আটকে পড়া পর্যটকরা খাগড়াছড়ি ছেড়ে গেছেন
সাজেকে আটকে পড়া পর্যটকরা খাগড়াছড়ি ছেড়ে গেছেন
2025-09-28
উদ্ভূত পরিস্থিতিতে সাজেকে আটকা পড়া পর্যটকরা খাগড়াছড়ি ছেড়ে গেছেন। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে তারা নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন। জানা যায়, গত শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২,০০০ পর্যটক সাজেক ঘুরতে যান। গতকাল শনিবার তাদের খাগড়াছড়ি ফেরার কথা থাকলেও জেলায় সকল-সন্ধ্যা সড়ক অবরোধ ও সহিংস পরিস্থিতিতে নির্ধারিত সময়ে ফেরা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় সকালের দিকে সাজেক ছেড়ে এসে তারা দীঘিনালায় অবস্থান নেন। পরবর্তীতে রাত পরিস্থিতি অনুকূলে এলে রাত আনুমানিক ১০টার দিকে খাগড়াছড়ি শাপলা চত্বরে আসেন তারা।
সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে খাগড়াছড়িতে
সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে খাগড়াছড়িতে
2025-09-27
এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। জুম্ম ছাত্র-জনতার ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবরোধ চলবে। অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শহরের চেঙ্গী স্কোয়ার, দীঘিনালা, পানছড়ি, রামগড়সহ বিভিন্ন স্থানে গাছ কেটে, গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের সমর্থনে পিকেটিং করছে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর পূর্বে একই দাবিতে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করা হয়েছিল।