ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে
বেড়াতে বোনের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিশুটির আত্মীয়-স্বজনরা।
শুক্রবার (০৭ মার্চ) রাত ৯টার সময় ঐ শিশুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শিশুটির মামা ইউসুফ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ৯টার সময় চিকিৎসকরা ডেকে নিয়ে বলেন শিশুটির অবস্থার অবনতি হয়েছে। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হবে রাজি থাকলে একটি কাগজে স্বাক্ষর দিতে বলে। পরে আমরা রাজি হই।