আর্কাইভ
লগইন
হোম
মামলা
হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে চান জেডআই খান পান্না
গতবছর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী হতে আবেদন করেছেন জ্যেষ্ঠ আইনজীবী এইচ. এ. এম. জহিরুল ইসলাম খান (পান্না), যিনি জেড আই খান পান্না নামেও পরিচিত। তবে তার এ আবেদনে সাড়া দেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ মঙ্গলবার (আগস্ট ১২) আদালতে আইনজীবী জেড আই খান পান্নার পক্ষে আবেদনটি উপস্থাপন করেন আইনজীবী নাজনীন নাহার। গতবছর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় আইনের বিধান অনুসারে তাদের পক্ষে ২৪ জুন স্টেট ডিফেন্স (রাষ্ট্রনিযুক্ত আইনজীবী) নিয়োগ দেওয়া হয়।
1 দিন আগে
মমতাজকে হত্যাসহ দুই মামলায় গ্রেফতার দেখানো হলো
মমতাজকে হত্যাসহ দুই মামলায় গ্রেফতার দেখানো হলো
2025-07-24
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ গ্রেফতার দেখানোর আবেদন মন্জুর করেন। এরপরই তাকে কারাগারে পাঠানো হয়েছে। এইদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর এরমধ্যে কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান হত্যা মামলায় আশুলিয়া থানার এসআই মো. মজিবুর রহমান ভূইয়া ও যুবক ফরহাদ হোসেন হত্যাচেষ্টা মামলায় এসআই মদন চন্দ্র সাহা তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন মন্জুর করেন।
কুষ্টিয়ার সেই ৭ বিয়ে করা রবিজুল গ্রেফতার
কুষ্টিয়ার সেই ৭ বিয়ে করা রবিজুল গ্রেফতার
2025-07-21
অর্থ প্রতারণা ও মানবপাচারের অভিযোগে ৭টি বিয়ে করা আলোচিত রবিজুল ইসলামকে গ্রেফতার করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ। গতকাল রোববার (২০ জুলাই) সকালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রবিজুল ইসলাম (৪২) কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি গ্রামের আয়নাল মণ্ডলের ছেলে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, রবিজুল ইসলাম ৭ জন নারীকে বিয়ে করে একসঙ্গে সংসার করতেন। এতে এলাকায় তিনি ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়ে ওঠেন। তিনি দীর্ঘ ১৫ বছর লিবিয়ায় অবস্থান করছিলেন এবং একটি মানবপাচার চক্রের সক্রিয় সদস্য ছিলেন।