কাঠগড়ায় অঝোরে কাঁদলেন পলক
গতবছর জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া দুইটি হত্যা মামলায় গ্রেফতার দেখাতে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আজ বুধবার (০৯ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদেন তিনি। যদিও পলক কোনো মন্তব্য করেননি।
আদালতে ওঠানোর সময় পলকের মাথায় হেলমেট, পরনে বুলেটপ্রুফ জ্যাকেট এবং হাতে হাতকড়া ছিল। এজলাসে ঢোকার সময় স্বজনদের দেখিয়ে কিছুটা আবেগঘন ইঙ্গিতও করেন তিনি। এসময় তার পরিবারের সদস্যরা এজলাস কক্ষের বাইরে অপেক্ষা করছিলেন।