আর্কাইভ
লগইন
হোম
মামলা
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে অশোভন মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (০৩ নভেম্বর) কাজী মুকিতুজ্জামান নামে এক যুবদল নেতা বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আসামি নাসিরুদ্দীন পাটওয়ারী আন্দোলনের নেতৃত্বদানকারী দল বিএনপি ও বিএনপির নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, তথ্য বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারে লিপ্ত হয়েছেন।
10 ঘন্টা আগে
 আলুটিলা পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলশিক্ষিকা, গ্রেফতার ১
আলুটিলা পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলশিক্ষিকা, গ্রেফতার ১
2025-10-25
খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে লিটন ত্রিপুরা (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর পূর্বে সাড়ে ৮টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মাটিরাঙা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে স্কুলশিক্ষিকা তার বন্ধুকে নিয়ে জেলা শহর থেকে ৬ কিলোমিটার দূরে আলুটিলা বেড়াতে যান। এই সময় লিটন ত্রিপুরা তাদের অনুসরণ করেন। তারা আলুটিলায় তারেং এলাকায় পৌঁছানোর পর লিটন তাদের অস্ত্রের ভয় দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে যান। সেখানে ভুক্তভোগীকে ধর্ষণ করেন। এছাড়া ধর্ষণের পর ১০ হাজার টাকা দাবি করেন। পরে ভুক্তভোগীর বন্ধু স্থানীয় সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনী ও স্থানীয়রা লিটন ত্রিপুরাকে আটক করে। পরে পুলিশে সোর্পদ করে।
জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলার তদন্তভার পিবিআইতে
জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলার তদন্তভার পিবিআইতে
2025-10-23
বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় বাদীপক্ষের নারাজি মন্জুর করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক রোজিনা আহাম্মেদ এই আদেশ দেন। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইম হোসেন জানান, ২০২৩ সালের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা চালান মাহমুদুল আলম বাবু ও তার কর্মী সমর্থকরা। ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিমের মৃত্যু হয়। ১৭ জুন বকশিগঞ্জ থানায় চেয়ারম্যান বাবুসহ ২২ জন এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নাদিমের স্ত্রী মনিরা বেগম।
ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন!
ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন!
2025-10-23
সহপাঠী ও বন্ধু আমির হামজার (১৩) কাছ থেকে প্রায়ই টাকা ধার নিহত ফরহাদ রেজা (১৬)। সর্বশেষ সে ৫০ টাকা ধার নিয়েছিল। তার মধ্যে ৩০ টাকা পরিশোধও করেছিল। কিন্তু বাকি থাকা ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুইজন তর্ক-বিতর্ক করতে করতে যাওয়ার সময় ক্ষিপ্ত হয়ে হামজার গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে ফরহাদ। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া তা’লিমুল কুরআন মাদরাসা ও এতিমখানায়। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ঐ কিশোরের (হত্যাকারী) ব্যবহৃত একটি কাঁথার সূত্র ধরে এই হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান।