আর্কাইভ
লগইন
হোম
ইসরাইল যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা চালাচ্ছে, আটকে রেখেছে ৭৫ শতাংশ ত্রাণ
ইসরাইল যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা চালাচ্ছে, আটকে রেখেছে ৭৫ শতাংশ ত্রাণ
দ্য নিউজ ডেস্ক
নভেম্বর ০২, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
তাহসানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন তাসনিয়া ফারিণ
তাহসানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন তাসনিয়া ফারিণ
16 ঘন্টা আগে
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। দীর্ঘ এক সাক্ষাৎকারে টালিগঞ্জ সফর, বড় পর্দায় অভিষেক, নিজেকে নিয়ে তৈরি নানা জল্পনা-কল্পনা নিয়েও বিস্তর কথা বলেন অভিনেত্রী। এই সময়ই তাহসানের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন নিয়েও হয় কথাবার্তা। সংসার জীবনের সঙ্গে অভিনয় জীবন- দু’টোর সঙ্গেই তাল মেলাচ্ছেন তাসনিয়া ফারিণ। অভিনেত্রীর কথায়, আপনারা হয়তো আগামী দিনে আমার উদাহরণ দেবেন। বলবেন, অল্প বয়সে বিয়ে করেও অভিনয় করে গেছি। বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই। একজন নায়িকা কত বছর বয়সে বিয়ে করবেন, সেটাই বা নির্দিষ্ট করে দেওয়া হবে কেন? আমার সঠিক সময় কোনটা, সেটা আমি ঠিক করবো। আমি তো দেখছি, বিয়ের পর আমার কাজ বেড়েছে। এরপরই তাহসানের সঙ্গে প্রেমের সেই পুরোনো গুঞ্জন নিয়ে ফারিণ বলেন, বিষয়টি পুরোটাই ভুলভাল। আমি অনেকদিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। এই কারণে লোকে কিছু না জেনে হঠাৎ করে তাহসানের নাম জড়িয়ে দেয়। তারপরই প্রেমিককে (বর্তমান স্বামী) প্রকাশ্যে আনি, সবার ভুল ভাঙে।
এবার নাইজেরিয়ায় সামরিক অভিযানের হুমকি ডোনাল্ড ট্রাম্পের
এবার নাইজেরিয়ায় সামরিক অভিযানের হুমকি ডোনাল্ড ট্রাম্পের
19 ঘন্টা আগে
এবার নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘নাইজেরিয়া সরকার পদক্ষেপ না নিলে মার্কিন সাহায্য বন্ধের পাশাপাশি দেশটিতে দ্রুত ও ‘নির্মম’ হামলা চালানো হতে পারে।’ খবর আল জাজিরার। এই হুমকি দেওয়ার একদিন আগেই নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে এবং উগ্র ইসলামপন্থিদের হামলায় দেশটিতে হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছেন বলে দাবি করেন এই মার্কিন প্রেসিডেন্ট। গতকাল শনিবার (০১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘নাইজেরিয়ার সরকার যদি খ্রিস্টানদের হত্যা ঠেকাতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র দেশটিকে দেওয়া সব ধরনের সাহায্য অবিলম্বে বন্ধ করে দেবে।’ তিনি লেখেন, ‘আমরা খুব সম্ভবত ওই লজ্জিত দেশে প্রবেশ করবো—‘বন্দুক গর্জে উঠবে’, যাতে ইসলামি সন্ত্রাসীদের  পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়, যারা এসব ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে।’
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি
1 দিন আগে
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র ভালো নেই। ৮৯ বছরের এই অভিনেতা গত ৪-৫ দিন ধরেই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন। একটি সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৪-৫ দিন ধরে ধর্মেন্দ্র হাসপাতালে আছেন। তবে উদ্বেগের কিছু নেই বলেও জানানো হয়। ধর্মেন্দ্রকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত এই তারকার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন। আগামী ০৮ ডিসেম্বর এই তারকা ৯০ বছরে পা দেবেন।