আর্কাইভ
লগইন
হোম
ইসরাইল
ইসরাইলি হামলায় গাজায় প্রাণ গেল ১০০ ফিলিস্তিনির
অবরুদ্ধ গাজাজুড়ে চালানো ইসরাইলি হামলায় একদিনে কমপক্ষে ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিরই ৬১ জন। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। চিকিৎসা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গাজায় বুধবার (১৩ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ উপত্যকার উত্তরাঞ্চলে হামলা আরও তীব্র হয়েছে, যেখানে শুধু গাজা সিটিতেই ৬১ জন নিহত হয়েছেন।
4 দিন আগে
২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশে হানডা কোম্পানি
২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশে হানডা কোম্পানি
2025-07-30
হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন এই বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেন। হানডা শুরুতে বাংলাদেশের বস্ত্রখাতে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করে এবং এই লক্ষ্যে গত এপ্রিলে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। পরে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার জোরালো সহযোগিতার কারণে হানডা তার বিনিয়োগ পরিকল্পনা ২৫০ মিলিয়ন ডলারে উন্নতি করেছে।
ইসরাইল, নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায়
ইসরাইল, নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায়
2025-07-29
ইরান, রাশিয়া, তুরস্কের পর এবার নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায় যুক্ত হয়েছে ইসরাইল। নেদারল্যান্ডসের ‘রাষ্ট্রীয় হুমকির রিপোর্ট ২০২৫’-এ তালিকায় ইসরাইলকে জাতীয় নিরাপত্তার জন্য বিদেশি হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। গকাল সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আইসহ একাধিক গণমাধ্যম। নেদারল্যান্ডসের জাতীয় সন্ত্রাস দমন ও নিরাপত্তা সমন্বয়কারী সংস্থার (এনসিটিভি) প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে, মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার জন্য এই তালিকায় নাম উঠেছে ইসরাইলের। এই ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি তৈরি করে এবং বিদেশি হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের ঝুঁকি বাড়ায়।