আর্কাইভ
লগইন
হোম
ইসরাইল
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবার ইসরাইলি হামলা, নিহত ৩৭
ফিলিস্তিনের গাজা জুড়ে ইসরাইলি সেনাবাহিনীর নতুন হামলায় ১৬ শিশুসহ অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলা হামাসের সঙ্গে কার্যকর যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করা হচ্ছে। গাজার বিভিন্ন হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবারের এই হামলায় মূলত আবাসিক ভবনগুলো লক্ষ্যবস্তু করা হয়। আজ বুধবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রেস টিভি। এর পূর্বে গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানায়, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৩০ জন, তবে আহতের সংখ্যা কয়েক ডজন ছাড়িয়েছে। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, আমাদের উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে নিহত ও আহতদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
15 ঘন্টা আগে
আবার গাজায় অভিযান চালাতে পারে ইসরাইল: ডোনাল্ড ট্রাম্প
আবার গাজায় অভিযান চালাতে পারে ইসরাইল: ডোনাল্ড ট্রাম্প
2025-10-16
হামাস যদি যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে ব্যর্থ হয়, তাহলে ইসরাইলকে নতুন করে গাজায় অভিযান চালাতে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘হামাস নিয়ে যা ঘটছে, তা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে।’ যদি হামাস নিরস্ত্র হতে অস্বীকার করে তাহলে কী হবে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি বললেই ইসরাইল আবার রাস্তায় ফিরে যাবে। ইসরাইল যদি চায়, তারা ওদের একেবারে গুঁড়িয়ে দিতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমি-ই ওদের (ইসরাইল) এখন পর্যন্ত থামিয়ে রেখেছি।’
৩,৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরাইল
৩,৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরাইল
2025-10-14
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩,৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। গতকাল সোমবার (১৩ অক্টোবর) তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ। দুইটি ব্যাচে মুক্তি দেওয়া হয়েছে এই কারাবন্দিদের। প্রথম ব্যাচটি ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে ইসরাইলের মালিকানাধীন ‘ওফের’ কারাগারের। এই ব্যাচে কারবন্দিদের সংখ্যা ছিল প্রায় ২ হাজার। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জনসংযোগ দপ্তর জানিয়েছে, সোমবার স্থানীয় সময় দুপরের ‍দিকে বেশ কয়েকটি বাসে চেপে ওফের কারাগার থেকে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে এসে পৌঁছেছেন এই কারাবন্দিরা। কারাবন্দিদের জন্য বাস সরবরাহ করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইসিআরসি)।
ডোনাল্ড ট্রাম্পকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেবে ইসরাইল
ডোনাল্ড ট্রাম্পকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেবে ইসরাইল
2025-10-13
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল সফরে যাচ্ছেন। এই সফরে তাকে ইসরাইলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়া হবে বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। ইসরাইলের স্থানীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলে পৌঁছালে তাকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ। হার্জগ জানিয়েছেন, ট্রাম্পকে এই পুরস্কার দেওয়া হচ্ছে ইসরাইলের প্রতি তার ‘অটল সমর্থন’-এর স্বীকৃতি হিসেবে। এর মধ্যে রয়েছে-আব্রাহাম চুক্তি স্বাক্ষর, ‘ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন, ইসরাইলি বন্দিদের মুক্তি নিশ্চিতকরণ এবং ইরানে যুক্তরাষ্ট্রের হামলার মতো পদক্ষেপ।