আর্কাইভ
লগইন
হোম
রোববার ভারত-পাকিস্তান, ফাইনাল খেলায় কে জিতবে?
রোববার ভারত-পাকিস্তান, ফাইনাল খেলায় কে জিতবে?
দ্য নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ও ফুটবলের সব ম্যাচ স্থগিত
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ও ফুটবলের সব ম্যাচ স্থগিত
5 ঘন্টা আগে
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে দলীয়সূত্রে নিশ্চিত করা হয়েছে। দেশের শীর্ষ এই রাজনীতিকের মৃত্যুতে সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। তার ইন্তেকালে দেশের ক্রীড়াঙ্গনও কার্যত স্থবির হয়ে পড়েছে। আজ ক্রিকেট ও ফুটবলের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুর পর দেশের ক্রীড়া অঙ্গনেও শোকের আবহ বিরাজ করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজকের নির্ধারিত বিপিএলের ২টি ম্যাচ স্থগিত করেছে। সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স ম্যাচ ২টি আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শোকসন্তপ্ত পরিস্থিতির কারণে সেগুলো আর মাঠে গড়াচ্ছে না।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক প্রকাশ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক প্রকাশ
6 ঘন্টা আগে
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আজ না ফেরার দেশে চলে গেছেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ একটি শোকবার্তায় বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন।’ প্রয়াত প্রধানমন্ত্রীর আত্মার প্রশান্তি কামনা করে বিসিবি, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মহান ক্ষতির ফলে পুরো দেশের সঙ্গে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তার আত্মার চিরশান্তির জন্য আমাদের প্রার্থনা রইল।’
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব
7 ঘন্টা আগে
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়েছে। গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পরই তিনি দেশে ফেরেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, দিল্লি ও ঢাকার মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত আলোচনা করতেই হাইকমিশনারকে ঢাকায় ডেকে আনা হয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঘিরে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা নিয়ে ভারতের বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। এর জেরে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ দেখা দেয়। 
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক প্রকাশ
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক প্রকাশ
11 ঘন্টা আগে
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। পাকিস্তানের প্রেসিডেন্টের এক্স অ্যাকাউন্টের এক পোস্টে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার পরিবারের সদস্যদের এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।’ পোস্টে আরও বলা হয়, ‘তিনি (জারদারি) বলেন , তার (খালেদা জিয়া) নেতৃত্ব ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। মহান আল্লাহ যেন তার আত্মাকে শান্তিতে রাখেন।’