আর্কাইভ
লগইন
হোম
শ্রীলংকা
এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ: বাংলাদেশের দল ঘোষণা
সামনের এশিয়া কাপ এবং তার আগে অনুষ্ঠিতব্য নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান ও নাসুম আহমেদ। জায়গা হয়নি নাঈম শেখের। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে মোট ১৯টি ম্যাচ হবে যার ১১টি দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে। গ্রুপ 'বি'-তে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। অন্যদিকে, গ্রুপ 'এ'-তে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।
3 দিন আগে
এবার ডাম্বুলায় লিটনদের সিরিজ বাঁচানোর লড়াই
এবার ডাম্বুলায় লিটনদের সিরিজ বাঁচানোর লড়াই
2025-07-13
বাংলাদেশ এবারের শ্রীলংকা সফরে টেস্ট ও ওয়ানডে দুই সিরিজেরই শেষ ম্যাচে হেরেছিল। টি-টোয়েন্টিতে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হারের চোখ রাঙানি। পাল্লেকেলেতে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরে যাওয়া বাংলাদেশের আজ ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর লড়াই। শ্রীলংকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এর আগে ৩টি টি-টোয়েন্টি জিতলেও এই সংস্করণে লংকানদের বিপক্ষে কখনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সেই অচলায়তন ভাঙার আশা বাঁচিয়ে রাখতে আজ লিটন-মিরাজদের সামনে জয়ের কোনো বিকল্প নেই। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। আগের ম্যাচে বাংলাদেশের ১৫৪ রানের মামুলি পুঁজি ৬ বল ও ৭ উইকেট হাতে রেখে অনায়াসে টপকে যায় লংকানরা। বাংলাদেশের ইনিংসে ছিল না কোনো ফিফটি। কোনো বোলারও নিতে পারেননি একাধিক উইকেট।