আর্কাইভ
লগইন
হোম
টুর্নামেন্ট
নারী কাবাডি বিশ্বকাপে ঢাকায় আসছে না আর্জেন্টিনা দল
বাংলাদেশ প্রথমবারের মতো কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। নারী কাবাডি বিশ্বকাপের এই আসরে অংশগ্রহণের কথা ছিল লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার। কিন্তু শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে দলটি। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে আমরা জেনেছি আর্জেন্টিনা নারী বিশ্বকাপে অংশগ্রহণ করছে না। আর্জেন্টিনা না আসায় এখন বিশ্বকাপে সফরকারী দেশের সংখ্যা দাঁড়িয়েছে ১২টি। ফেডারেশনের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে জাঞ্জিবার ঢাকায় এসেছে। আজ রাতে আসবে আরও ২টি দেশ।
5 দিন আগে
রোববার ভারত-পাকিস্তান, ফাইনাল খেলায় কে জিতবে?
রোববার ভারত-পাকিস্তান, ফাইনাল খেলায় কে জিতবে?
2025-09-27
আগামিকাল রোববার দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্ব ও সুপার ফোরে দুইবারের দেখায় জয় তুলে নিয়েছিল ভারত। পুরো আসরেই এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি সূর্যকুমার যাদবের দল। সর্বশেষ গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ওভারে গড়ানো ম্যাচ জিতেছে তারা। অন্যদিকে, পাকিস্তান ভারতের কাছে দুইবারই হেরে যাওয়ায় বেশ চাপেই আছে। সেই চাপ কাটিয়ে ভারতের বিপক্ষে জিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে সালমান আলী আগার দল। শুধু ক্রিকেট নয়, দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনও যেন ছাপ ফেলেছে এই ম্যাচে। টুর্নামেন্টজুড়ে উত্তেজনা ছড়িয়েছে নানা ঘটনার কারণে। প্রথম ম্যাচেই ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ‘হ্যান্ডশেক না করার নীতি’ অনুসরণ করে আলোচনায় আসেন।
প্রথমার্ধে সমতা ছিল, তারপরও হারলো বাংলাদেশ
প্রথমার্ধে সমতা ছিল, তারপরও হারলো বাংলাদেশ
2025-09-24
এশিয়ান ফুটসাল বাছাই টুর্নামেন্টে শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ। আজ সংযুক্ত আরব আমিরাত ৮-২ গোলের ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে। ম্যাচের প্রথমার্ধে ১-১ গোলে সমতা ছিল। ফুটসালে দুই অর্ধে ২০ মিনিট করে ম্যাচ হয়। ১১ মিনিটে আরব আমিরাত ম্যাচে লিড নেয়। পরের মিনিটে বাংলাদেশের মোস্তফা চৌধুরী গোল করে সমতা আনেন। এরপরের মিনিটে সংযুক্ত আরব আমিরাতের আলী ইব্রাহিম মোহাম্মদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফুটসালে লাল কার্ডে ২ মিনিট মাঠের বাইরে থাকেন খেলোয়াড়। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আমিরাত ৭ গোল করে। এর বিপরীতে বাংলাদেশের মোস্তফা এক গোল পরিশোধ করেন। ফলে ৮-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
তাইজুল প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে খেলবেন
তাইজুল প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে খেলবেন
2025-09-10
বাংলাদেশের কোনো ক্রিকেটার প্রথমবারের মতো ডাক পেলেন দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-তে। বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে কিনেছে ডারবান সুপার জায়ান্টস। তার পারিশ্রমিক ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ ৯০ হাজার টাকা। বাংলাদেশি কোনো ক্রিকেটার প্রথমবারের মতো ডাক পেলেন দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-তে। বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে কিনেছে ডারবান সুপার জায়ান্টস। তার পারিশ্রমিক ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ ৯০ হাজার টাকা। এবারের নিলামে মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার নাম দিয়েছিলেন। প্রাথমিক তালিকা থেকে চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছিল ১৪ জনের। তবে নিলামে বাংলাদেশ থেকে কেবল দুইজনের নাম তোলা হয়। মুস্তাফিজুর রহমানের নাম ডাকা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি তারা। তাইজুলকেই একমাত্র কিনেছে ডারবান সুপার জায়ান্টস। সাকিব আল হাসান, লিটন দাসদের নাম চূড়ান্ত ড্রাফটে উঠানোই হয়নি। এবারের নিলামে মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার নাম দিয়েছিলেন। প্রাথমিক তালিকা থেকে চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছিল ১৪ জনের। তবে নিলামে বাংলাদেশ থেকে কেবল দুইজনের নাম তোলা হয়। মুস্তাফিজুর রহমানের নাম ডাকা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি তারা। তাইজুলকেই একমাত্র কিনেছে ডারবান সুপার জায়ান্টস। সাকিব আল হাসান, লিটন দাসদের নাম চূড়ান্ত ড্রাফটে উঠানোই হয়নি।