আর্কাইভ
লগইন
হোম
টুর্নামেন্ট
পাকিস্তানি খেলোয়াড়রা বাংলাদেশকে সুযোগ দিয়ে ১০ লাখ করে পেল
বাংলাদেশ হকি দলের ভাগ্য খুলে গেলো পাকিস্তানের কারণে। আগামী ২৯ আগস্ট থেকে ভারতের রাজগিরে শুরু হতে যাচ্ছে হকির এশিয়া কাপ। নিরাপত্তাজনিত কারণে আসর থেকে সরে দাঁড়াল পাকিস্তান। পাকিস্তানের জায়গায় অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ হকি দল। বাংলাদেশ এশিয়া কাপে নিয়মিত অংশ নিচ্ছে ১৯৮২ সাল থেকে। তবে এবার সরাসরি টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি। পাকিস্তান নাম প্রত্যাহার করার কারণে তাদের জায়গা সুযোগ পেল বাংলাদেশ। আসলে নিরাপত্তাজনিত কোনো কারণ নয়, বিগত ২০১৩ সালের পর থেকে রাজনৈতিক কারণে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো ক্রিকেট সিরিজ খেলছে না ভারত। পাকিস্তান আগ্রহ দেখালেও ভারত বরাবরের মতোই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অনীহা করছে। শুধু তাই নয়, আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্ট ছাড়া পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলছে না ভারত।
3 ঘন্টা আগে