আর্কাইভ
লগইন
হোম
মিনহাসের সেঞ্চুরিতে উড়ে গেল ভারত, পাকিস্তানের এশিয়া কাপ জয়
মিনহাসের সেঞ্চুরিতে উড়ে গেল ভারত, পাকিস্তানের এশিয়া কাপ জয়
দ্য নিউজ ডেস্ক
December 21, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নিতে চায় সৌদি আরব
বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নিতে চায় সৌদি আরব
4 ঘন্টা আগে
সৌদি আরব বাংলাদেশ থেকে ক্রিকেটার নেওয়ার অভিপ্রায় জানিয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, সৌদি আরবের খেলোয়াড় ও কোচ চাওয়ার প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, দেশের স্বার্থের বাইরে গিয়ে এমন কিছু করা সম্ভব নয়। সৌদি আরব তাদের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে ক্রিকেটে বড় পরিসরে বিনিয়োগ করছে। দেশটি ঘরোয়া ক্রিকেট শক্তিশালী করতে চায়। আন্তর্জাতিক পর্যায়েও দ্রুত এগোতে চায় তারা। লক্ষ্য একদিন বড় শক্তি হয়ে ওঠা। এই লক্ষ্য সামনে রেখে সৌদি আরব বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড় ও কোচ নিতে আগ্রহ দেখাচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে দীর্ঘমেয়াদে তাদের দিয়ে খেলানোর পরিকল্পনা রয়েছে। আগে একই পথে হেঁটেছে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।
পাকিস্তানে রায়ের পর দেশজুড়ে আন্দোলনের ডাক ইমরান খানের
পাকিস্তানে রায়ের পর দেশজুড়ে আন্দোলনের ডাক ইমরান খানের
8 ঘন্টা আগে
পাকিস্তানের তোশাখানা–২ মামলায় কারাদণ্ডের রায়ের পর দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান। একইসঙ্গে তিনি ইসলামাবাদ হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) আদালত রায় ঘোষণার পর ইমরান খান তার আইনজীবীর মাধ্যমে এই বার্তা দেন। কারাগারে থাকায় তিনি বর্তমানে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ব্যবহার করতে পারছেন না। আইনজীবীর সঙ্গে কথোপকথনের বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশ করে জানানো হয়, ইমরান খান খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদিকে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, নিজেদের অধিকার আদায়ের জন্য পুরোজাতিকে জেগে উঠতে হবে।
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ‘হত্যার’ হুমকি
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ‘হত্যার’ হুমকি
9 ঘন্টা আগে
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, গতকাল শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে চিৎকার-চেঁচামেচি করে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেন। এই বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে বলেন, গতকাল শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে ৩টি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে চিৎকার-চেঁচামেচি করেন। তারা বাংলা ও হিন্দিতে কথা বলছিলেন। এ সময় ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’- এ ধরনের স্লোগান দেওয়া হয়।
পাকিস্তানি হকি ম্যানেজারের কাণ্ড: বিমানে ধূমপানের কারণে নামিয়ে দিলো ব্রাজিল
পাকিস্তানি হকি ম্যানেজারের কাণ্ড: বিমানে ধূমপানের কারণে নামিয়ে দিলো ব্রাজিল
1 দিন আগে
পাকিস্তানী হকি দলের ম্যানেজার ও সাবেক অলিম্পিয়ান আনজুম সাঈদের এক কাণ্ডজ্ঞানহীন আচরণে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে চরম বিব্রতকর অবস্থায় পড়েছে পাকিস্তান। বিমানে বসে ধূমপান করার দায়ে ব্রাজিল বিমানবন্দরে তাকে এবং দলের এক খেলোয়াড়কে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আর্জেন্টিনায় এফআইএইচ প্রো লিগ শেষে সিনিয়র পাকিস্তান দল যখন দুবাই হয়ে দেশে ফিরছিল, তখন ব্রাজিলের রিও ডি জেনিরো বিমানবন্দরে বিমানটি জ্বালানি নেওয়ার জন্য যাত্রাবিরতি দেয়। অভিযোগ উঠেছে, বিমানটি যখন রিফুয়েলিং করছিল, ঠিক তখনই আনজুম সাঈদ ও এক খেলোয়াড় বিমানের ভেতরে ধূমপান শুরু করেন। নিরাপত্তার খাতিরে রিফুয়েলিংয়ের সময় ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ হওয়ায় কর্তৃপক্ষ তাদের আর দুবাইগামী বিমানে উঠতে দেয়নি।