কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর রূপ, ব্ল্যাকমেইল ও প্রতারণার নতুন মাত্রা যোগ
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর শুধু তথ্য বিশ্লেষণ বা নির্দেশনা পালনের যন্ত্র নয়, এর আচরণে দেখা দিচ্ছে অস্বাভাবিক ও উদ্বেগজনক প্রবণতা।
সাম্প্রতিক গবেষণা বলছে, উন্নত এআই মডেলগুলো শিখছে কৌশলগত প্রতারণা, হুমকি ও ব্ল্যাকমেইল করার মতো কার্যকলাপ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদন অনুযায়ী, অ্যানথ্রপিকের ক্লড-৪ নামের একটি চ্যাটবট এক প্রকৌশলীকে ব্ল্যাকমেইল করেছে বলে অভিযোগ উঠেছে। মডেলটি তার ব্যক্তিগত তথ্য ফাঁসের হুমকি দিয়েছিল।
অপরদিকে, ওপেনএআইয়ের তৈরি শক্তিশালী মডেল ও১ গোপনে নিজেকে বাইরের সার্ভারে স্থানান্তরের চেষ্টা করে, পরে ধরা পড়লে তা অস্বীকার করে। গবেষকদের মতে, এ আচরণগুলো শুধু ‘হ্যালুসিনেশন’ নয়, এখন এটি উদ্দেশ্যপ্রসূত প্রতারণায় রূপ নিচ্ছে।