আর্কাইভ
লগইন
হোম
কম বয়সীদের জন্য ইউটিউবও নিষিদ্ধ অস্ট্রেলিয়ায়
কম বয়সীদের জন্য ইউটিউবও নিষিদ্ধ অস্ট্রেলিয়ায়
দ্য নিউজ ডেস্ক
July 30, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
এবার কথোপকথনের ভিত্তিতে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানো হবে
এবার কথোপকথনের ভিত্তিতে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানো হবে
2 দিন আগে
এবারে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথনের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখানোর পরীক্ষা শুরু করতে যাচ্ছে। এই পরীক্ষাটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক, লগইন করা ফ্রি ব্যবহারকারীদের জন্য চালু হবে। ওপেনএআই জানিয়েছে, নতুন মাসিক ৮ ডলারের ‘গো’ সাবস্ক্রিপশনেও বিজ্ঞাপন দেখানো হবে। তবে ২০ ডলারের ‘প্লাস’, ২০০ ডলারের ‘প্রো’ এবং ব্যবসায়িক গ্রাহকরা বিজ্ঞাপন থেকে মুক্ত থাকবেন। প্রথমে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যুক্ত করার প্রতি অনীহা প্রকাশ করলেও, বৃহৎ খরচ সামলাতে এবং নতুন আয়ের উৎস তৈরি করতে ওপেনএআই এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী ৮ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত অবকাঠামোতে প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলার ব্যয় হবে।
যেসব সুবিধা থাকছে চ্যাটজিপিটির অনুবাদের নতুন টুলে
যেসব সুবিধা থাকছে চ্যাটজিপিটির অনুবাদের নতুন টুলে
3 দিন আগে
এবার ওপেনএআই প্ল্যাটফর্ম 'চ্যাটজিপিটি ট্রান্সলেট' নামক একটি নতুন টুল চালু করেছে, যা ব্যবহারকারীদের একই লেখাকে ভিন্নভাবে অনুবাদ করার সুযোগ প্রদান করবে। এই টুলের মাধ্যমে সহজেই যেকোনো ভাষার লেখা ৫০টিরও বেশি ভাষায় অনুবাদ করা সম্ভব হবে। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, নতুন টুলটি গুগল ট্রান্সলেটরের মতো কাজ করে, তবে এর কার্যকারিতায় কিছু পার্থক্য রয়েছে। ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি ট্রান্সলেট টুলটি মূলত ওয়েব সংস্করণে চালু হয়েছে। যদিও চ্যাটজিপিটিতে আগে থেকেই ভাষার অনুবাদের সুবিধা ছিল, তবে এই টুলটি বিশেষভাবে আলাদা এবং ব্যবহারকারীরা এটি ভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। এই টুলে, ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী অনুবাদের ভাষার ধরন নির্বাচন করতে পারবেন। যেমন, ব্যবসায়িক বা আনুষ্ঠানিক ভঙ্গিতে, শিশুদের জন্য উপযোগী ভাষায় অথবা শিক্ষামূলক উদ্দেশ্যে লেখা অনুবাদ করতে পারবেন। এর মানে, চ্যাটজিপিটি ট্রান্সলেট টুলটি শুধু ভাষা পরিবর্তনই নয়, বরং বার্তার উদ্দেশ্য এবং পাঠকের ধরনকে গুরুত্ব দিয়ে অনুবাদ করে।
৩ হাজার ছাড়ালো ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা
৩ হাজার ছাড়ালো ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা
3 দিন আগে
ইসলামী প্রজাতন্ত্র ইরানে দেশজুড়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে মানবাধিকারকর্মীরা। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ  জানিয়েছে, তারা ৩,০৯০ জনের মৃত্যুর তথ্য যাচাই করেছে। এদের মধ্যে ২,৮৮৫ জনই বিক্ষোভকারী। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, দমন-পীড়নের পর আপাতত বিক্ষোভ অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গণমাধ্যম আরও গ্রেফতারের খবর দিয়েছে। রয়টার্সের সঙ্গে কথা বলা একাধিক বাসিন্দা জানান, রাজধানী তেহরান টানা ৪দিন ধরে তুলনামূলকভাবে শান্ত। শহরের আকাশে ড্রোন উড়তে দেখা গেলেও গত বৃহস্পতিবার ও শুক্রবার বড় ধরনের কোনো বিক্ষোভের চিহ্ন দেখা যায়নি। কাস্পিয়ান সাগরসংলগ্ন উত্তরাঞ্চলের একটি শহরের এক বাসিন্দাও জানান, সেখানকার রাস্তাঘাটও শান্ত রয়েছে।