আর্কাইভ
লগইন
হোম
বসুন্ধরায় হামলা নিয়ে যা জানালেন সারজিস আলম
বসুন্ধরায় হামলা নিয়ে যা জানালেন সারজিস আলম
দ্য নিউজ ডেস্ক
March 06, 2025
শেয়ার
বসুন্ধরায় হামলা নিয়ে যা জানালেন সারজিস আলম
মন্তব্য

কোন মন্তব্য নেই।

সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে নির্বাচন দেওয়া: রুহুল কবির রিজভী
সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে নির্বাচন দেওয়া: রুহুল কবির রিজভী
8 ঘন্টা আগে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে অনেক সংকট থাকার পরও ড. ইউনূস সরকারকে আমরা সবাই সমর্থন জানিয়েছি। কেননা শেখ হাসিনার মতো পদ্মা সেতু, মেট্রোরেলের, ফ্লাইওভারের নামে দেশের বাইরে টাকা পাচার করবে না। এই সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে রোজার আগে নির্বাচন দেওয়া। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আমরা বিএনপি পরিবার সংগঠনের আয়োজনে জুলাই-আগস্ট আন্দোলনে জেলার ১০ শহীদ পরিবারে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমরা ১৬ বছর লড়াই করেছি। আইনের শাসন ব্যবস্থা, ন্যায়বিচার ও একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। ১৬ বছর ভোটাররা ভোট দিতে পারেনি; কিন্তু এই নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন?
বাংলাদেশের জনগণকে এখন আর বোকা বানানো যাবে না: নাহিদ
বাংলাদেশের জনগণকে এখন আর বোকা বানানো যাবে না: নাহিদ
9 ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘নতুন বাংলাদেশে নির্বাচন কমিশনকে (ইসি) দলীয়করণ করা হয়েছে, গণঅভ্যুত্থানের পরে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। খুনি ফ্যাসিস্ট বাহিনীর প্রতীক এখনো নির্বাচন কমিশন তালিকায় রেখে দিয়েছে। নির্বাচন কমিশনের উদ্দেশ্য কিন্তু ভালো নয়। বাংলাদেশের জনগণকে এখন আর বোকা বানানো যাবে না।’  গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) রাতে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে বরিশালের পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, ‘আমরা জাতীয় নাগরিক পার্টি জুলাই গণঅভ্যুত্থানে নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘোষণা করেছি। গণঅভুত্থানের পরে আমরা বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হবে। নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে। চাঁদাবাজ দুর্নীতি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে। আমরা দেখছি নিজেদের মধ্যে অন্তর্কোন্দল। খুনোখুনি করছে, সবার হাতেই রক্ত লেগে আছে। আমরা রাজনৈতিক সহিংসতামুক্ত সংস্কৃতি দেখতে চেয়েছিলাম। চাঁদামুক্ত দুর্নীতিমুক্ত দেশ দেখতে চেয়েছিলাম। কোনো দলের সহিংসতাই আর আমরা মেনে নেব না।’
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগের আগুন-ভাঙচুর
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগের আগুন-ভাঙচুর
10 ঘন্টা আগে
গোপালগঞ্জ জেলা সদরে টহলরত পুলিশের গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি তাতে আগুন দিয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান গণমাধ্যমকে বলেন, গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার কর্মসূচি রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে।
শাহবাগ মোড় অবরোধ করেছে স্বেচ্ছাসেবক দল
শাহবাগ মোড় অবরোধ করেছে স্বেচ্ছাসেবক দল
1 দিন আগে
ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ‘ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা এবং সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে’ এই কর্মসূচি পালন করছেন তারা। আজ মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। এর পূর্বে বিকেল ৪টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সমাবেশ শেষে কয়েক হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এতে ঐ এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।