জেনএআই: নতুন যুগের সূচনায় স্মার্টফোন শিল্প
স্মার্টফোন প্রযুক্তিতে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (জেনএআই) এক নতুন যুগের সূচনা করছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে বিশ্বব্যাপী বিক্রিত স্মার্টফোনের এক-তৃতীয়াংশে থাকবে জেনএআই প্রযুক্তি। ৪০ কোটি ইউনিটের বেশি স্মার্টফোনে এ উদ্ভাবনী ফিচার যুক্ত হবে।