আর্কাইভ
লগইন
হোম
অস্ট্রেলিয়ার মোন্যাস বিশ্ববিদ্যালয় ডিম নিয়ে চমকপ্রদ তথ্য দিলো
অস্ট্রেলিয়ার মোন্যাস বিশ্ববিদ্যালয় ডিম নিয়ে চমকপ্রদ তথ্য দিলো
দ্য নিউজ ডেস্ক
জুলাই ১৬, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
অস্ট্রেলিয়ার গবেষকরা ক্যানসারের নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করলেন
অস্ট্রেলিয়ার গবেষকরা ক্যানসারের নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করলেন
2 দিন আগে
এবার অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি নতুন ক্যানসার চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা উন্নত প্রযুক্তি ব্যবহার করে ক্যানসার কোষকে লক্ষ্য করে এবং স্বাভাবিক কোষকে কোনো ক্ষতি না করে ধ্বংস করতে সক্ষম। গবেষকরা বলছেন, ‘ন্যানো ডট’ নামে সুক্ষ্ম ধাতব কণাগুলো মানুষের দেহে ক্যান্সার কোষ সনাক্ত ও ধ্বংস করতে পারে। এই পদ্ধতি লক্ষ্যভিত্তিক ক্যান্সার থেরাপিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের ডা. বাওওয়ে ঝেং বলেন, ক্যান্সার কোষ স্বাভাবিক কোষের তুলনায় বেশি চাপের মধ্যে থাকে। এই ধাতব কণাগুলো সেই চাপ আরও বাড়িয়ে দেয়, যার ফলে ক্যান্সার কোষ নিজেই ধ্বংসের প্রক্রিয়া শুরু করে। 
শিশু জন্মের পর কেন কাঁদে, কেন পরে হাসে?
শিশু জন্মের পর কেন কাঁদে, কেন পরে হাসে?
2025-12-20
প্রত্যেক শিশুই জন্মের পরেই কেঁদে ওঠে। একরত্তির কান্নার আওয়াজ পেলেই নিশ্চিন্তে হাসি ফোটে চিকিৎসক ও পরিবারের সবার মুখে। পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গে নবজাতক কেন কাঁদে, তার কি বৈজ্ঞানিক কোনো কারণ আছে? জন্মেই শিশু হাসছে- এমনটি কখনো হয় না কেন? অনেক সময়েই মা-বাবারা ভয় পান যে, শিশু এত কাঁদছে কেন। কোনো সমস্যা হলো কিনা। আসলে তা নয়; মাতৃগর্ভ থেকে বেরিয়ে প্রথম বাইরের আলো-বাতাসের সংস্পর্শে আসামাত্র শিশুর শরীর ও মস্তিষ্কে নানা বদল ঘটতে থাকে। তার বহির্প্রকাশ হয় একটিমাত্র অভিব্যক্তিতেই-সেটি হলো কান্না। সদ্যোজাত যদি জন্মানোর পর না কাঁদে, বরং তাহলেই মুশকিল। সে ক্ষেত্রে নানা রকম জটিল ও স্নায়বিক রোগের আশঙ্কাই করেন চিকিৎসকরা।
বিশেষ এক সবজির চা: লিভার পরিষ্কার ও সুগার নিয়ন্ত্রণ
বিশেষ এক সবজির চা: লিভার পরিষ্কার ও সুগার নিয়ন্ত্রণ
2025-12-17
আমরা জানি এটা অনেকেরই প্রিয় সবজি হতে পারে না। আর সে কারণেই হয়তো বাজার থেকে কিনেও আনেন না। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন এটি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। সেদ্ধ হোক কিংবা ভাজা, শুক্তা হোক কিংবা আচার- রকমারি রেসিপিও আপনার মন কাড়তে পারে না। অপ্রিয় সেই সবজিটি হলো- করলা। এটি জানার সঙ্গে সঙ্গে আপনার মনেও তিতা হয়ে গেল। কিন্তু আপনি কি জানেন, এই শীতের সকালে এক কাপ চায়ের মধ্যে করলা মিশিয়ে খেলে কোন উপকার হয়? গরম চায়ে একবার চুমুক দিন। আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমাতে সাহায্য করবে। যদি আপনার ডায়াবেটিস থাকে, তা নিয়ন্ত্রণে আসবে।
সিডনি সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়: অস্ট্রেলিয়া পুলিশ
সিডনি সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়: অস্ট্রেলিয়া পুলিশ
2025-12-17
সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের পুলিশই এই তথ্য জানিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, দুই হামলাকারীর মধ্যে যিনি নিহত হয়েছেন- তিনি ভারতের হায়দরাবাদ শহর থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। তবে তার ‘উগ্রবাদী চিন্তাধারা’ সম্পর্কে জানে না ভারতে থাকা পরিবার। হামলাকারী ভারতীয় ঐ ব্যক্তির নাম সাজিদ আকরাম (৫০)। বন্ডাই সৈকতে হামলায় তার সঙ্গে অংশ নেন তার ছেলে নাভিদ আকরাম। ঐ হামলায় এখন পর্যন্ত সাজিদসহ ১৬ জন নিহত হয়েছেন। একে অস্ট্রেলিয়ার প্রায় ৩০ বছরের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা বলা হচ্ছে। হামলার পর ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের তদন্ত শুরু করা হয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলের তেলেঙ্গানা রাজ্য পুলিশ এক বিবৃতিতে বলেছে, হায়দরাবাদে বাণিজ্য নিয়ে পড়াশোনা করেছিলেন সাজিদ আকরাম। তিনি কাজের সন্ধানে ১৯৯৮ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় যান। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্পত্তি–সংক্রান্ত বিষয় এবং মা–বাবার সঙ্গে দেখা করতে ৬ বার অস্ট্রেলিয়া থেকে ভারতে গিয়েছিলেন সাজিদ।