আর্কাইভ
লগইন
হোম
ঢাকায় মেক্সিকোর দূতাবাস স্থাপনের অনুরোধ, রাষ্ট্রদূত মুশফিকুলের
ঢাকায় মেক্সিকোর দূতাবাস স্থাপনের অনুরোধ, রাষ্ট্রদূত মুশফিকুলের
দ্য নিউজ ডেস্ক
March 20, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড
18 ঘন্টা আগে
চাকরিতে পুনর্বহালসহ ৩ দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। আজ সোমবার (৭ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে এ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সরেজমিনে দেখা গেছে, কাকররাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সরে যাওয়ার আহ্বান জানায় পুলিশ। কিন্তু সে আহ্বানে সাড়া না দিলে সোয়া ১২টার দিকে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ৬টি সাউন্ড নিক্ষেপ করা হয়। এতে পুলিশসহ আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হন। পাশাপাশি আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে আটকও করা হয়। পরে পুলিশ ধীরে ধীরে আন্দোলনকারীদের মৎস্য ভবনের দিকে নিয়ে যায়।
যুক্তরাষ্ট্রকে হারিয়ে আবারও গোল্ড কাপ চ্যাম্পিয়ন মেক্সিকো
যুক্তরাষ্ট্রকে হারিয়ে আবারও গোল্ড কাপ চ্যাম্পিয়ন মেক্সিকো
18 ঘন্টা আগে
আক্রমণ-প্রতি আক্রমণ, বল দখল, কিংবা গোলে শট—মেক্সিকোর কাছে কোনো বিভাগেই পেরে ওঠেনি যুক্তরাষ্ট্র। টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে কনকাকাফ গোল্ড কাপও জেতা হয়নি। স্বাগতিকদের ২-১ ব্য়বধানে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলেছে মেক্সিকো। টুর্নামেন্টে এটি তাদের দশম শিরোপা। এই ট্রফি ফয়সালার ম্যাচে ৬০% বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালায় মেক্সিকানরা। আমেরিকানদের রক্ষণ রাখেন তটস্ত। ১৬ শটের ৮টি রাখেন গোলমুখে। বিপরীতে ৯ শটের ৩টি গোলমুখে থাকে আমেরিকার। ২-১ ব্যবধানে ফাইনাল সমাধানের দিনে শুরুর ৪ মিনিটেই গোল উদযাপনে মাতেন স্বাগতিকরা। মেক্সিকো সেই গোল শোধ দেয় ২৭ মিনিটে। দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিট এদিসন আলভারেজ এগিয়ে দেন মেক্সিকোকে। ম্যাচটিও ওই ব্যবধানে থামে।
টানা ৩ দিন ছুটি শেষে খুলেছে সচিবালয়
টানা ৩ দিন ছুটি শেষে খুলেছে সচিবালয়
20 ঘন্টা আগে
টানা ৩ দিনের ছুটি শেষে আজ সোমবার (০৭ জুলাই) খুলেছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। গতকাল রোববার (০৬ জুলাই) আশুরা উপলক্ষ্যে ছিল সরকারি ছুটি, এর আগের দুই দিন শুক্রবার ও শনিবার ছিল নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে সরকার ও প্রশাসনের সর্বোচ্চ স্তরের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কাজকর্ম বন্ধ ছিল টানা ৩ দিন। তবে ছুটি শেষেও কেউ কেউ অতিরিক্ত ছুটিতে এখনও গ্রামেই রয়েছেন৷ আজ সোমবার (০৭ জুলাই) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে৷ সরেজমিনে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, সকাল থেকেই যথারীতি সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দিচ্ছেন৷ তবে এই ছুটির সঙ্গে কেউ কেউ অতিরিক্ত দুই-একদিন ছুটি নিয়ে এখনো গ্রামেই রয়ে গেছেন৷