আর্কাইভ
লগইন
হোম
ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যায় ৩ জনের যাবজ্জীবন
ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যায় ৩ জনের যাবজ্জীবন
দ্য নিউজ ডেস্ক
জুলাই ০৩, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ঢাবি ছাত্রীকে মারধর: স্বপ্ননিবাস হোস্টেলের ম্যানেজার রাজিয়া কারাগারে
ঢাবি ছাত্রীকে মারধর: স্বপ্ননিবাস হোস্টেলের ম্যানেজার রাজিয়া কারাগারে
3 ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী এবং তার বান্ধবীকে মারধরের ঘটনায় দায়ের করা এক মামলায় বেসরকারি ছাত্রীনিবাস ‘স্বপ্ননিবাস হোস্টেলের’ ম্যানেজার রাজিয়া বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার (০৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাব এই আদেশ দেন। এদিন আসামি রাজিয়া বেগমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার। আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। আদালত আজ বৃহস্পতিবার (০৯ অক্টোবর) জামিন শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মারধরের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী নাফিসা তাবাসসুম প্রভা মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাজিয়াকে গত মঙ্গলবার (০৭ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে ফার্মগেটের ইন্দিরা রোড এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম দুটি ফরমাল চার্জ দাখিল
গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম দুটি ফরমাল চার্জ দাখিল
1 দিন আগে
পতিত ও বিগত আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের ঘটনায় প্রথম বারের মতো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুটি ফরমাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। একটিতে শেখ হাসিনাসহ ১৭ এবং অপরটিতে শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। আজ বুধবার (৮ অক্টোবর) এই তথ্য জানিয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-১ এ গুমের অভিযোগে ২টি এবং জুলাই আন্দোলনে গুলি করার অভিযোগে বিজিবির অফিসারদের বিরুদ্ধে ১ টি সহ মোট ৩টি ফরমাল চার্জ দাখিল হয়েছে।
মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ ৯৭ বিদেশি আটক
মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ ৯৭ বিদেশি আটক
1 দিন আগে
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং ও কাজাংয়ের ব্যস্ত সড়ক এবং বাজার এলাকায় অভিবাসন দপ্তরের অভিযানে অনেক অবৈধ অভিবাসী আটক হয়েছে। এই সময় অনেকে ধরাপড়া এড়াতে জীবন ঝুঁকির মধ্যে ফেলে কেউ কেউ সড়কের মাঝখানে দৌড়ে পালানোর চেষ্টা করেন। মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের মহাপরিচালক দাতুক জাকারিয়া শা'বান জানান, গত রোববার (০৫ অক্টোবর) বিকেলে জিম-এর বিশেষ টাস্কফোর্সের পরিচালিত ২ অভিযানে মোট ৯৭ অভিবাসীকে আটক হয়। অভিযানে প্রায় ৯০ জন কর্মকর্তা অংশ নেন। পরিচালক বলেন, জিম পুত্রজায়া ডাউনটাউন জালান রেকো ও ক্লাং এলাকার রাতের বাজারে গোপন অভিযান চালায়। এসব এলাকায় বহুদিন ধরে অভিযোগ ছিল, বিপুলসংখ্যক বিদেশি, বিশেষ করে অবৈধ অভিবাসীরা অস্থায়ী কর্মভিসা (পিএলকেএস) এর আড়ালে লুকিয়ে বসবাস করছে।
নবাবগঞ্জ উপজেলায় প্রবাসীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা, স্ত্রী গ্রেফতার
নবাবগঞ্জ উপজেলায় প্রবাসীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা, স্ত্রী গ্রেফতার
3 দিন আগে
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে তার লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত শনিবার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার বান্দুরা ইউনিয়নের নয়ানগর এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহতের নাম জুয়েল (৩৫)। তিনি নয়ানগর গ্রামের মৃত আজহার ও লায়লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন প্রবাসে থাকা জুয়েল সম্প্রতি দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই তার স্ত্রী ঝুমা বেগম (২৫)–এর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। গত শনিবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় সেই পারিবারিক বিরোধের জেরে ঝুমা বেগম ও অজ্ঞাতনামা কয়েকজন সহযোগী মিলে পরিকল্পিতভাবে জুয়েলকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে হত্যার আলামত গোপন করতে ঘরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। প্রতিবেশীরা ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে এবং নবাবগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও নিহতের লাশ উদ্ধার করে। সংবাদ পেয়ে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্ত্রী ঝুমা বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।