আর্কাইভ
লগইন
হোম
হৃদরোগের ঝুঁকি বাড়ে কোলেস্টেরল কমলে
হৃদরোগের ঝুঁকি বাড়ে কোলেস্টেরল কমলে
দ্য নিউজ ডেস্ক
আগস্ট ১৪, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ হোসেন
খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ হোসেন
2 দিন আগে
ত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর এখানে (এভারকেয়ার হাসপাতাল) ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পরবর্তীতে উনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই তাকে কেবিন থেকে সিসিইউ এবং সেখানে থেকে পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয়।’ খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এই সদস্য বলেন, ‘দেশি-বিদেশি চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন। তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান তাতে যুক্ত রয়েছেন।’ গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এ ব্রিফ করা হয়।
পাকিস্তানি হকি ম্যানেজারের কাণ্ড: বিমানে ধূমপানের কারণে নামিয়ে দিলো ব্রাজিল
পাকিস্তানি হকি ম্যানেজারের কাণ্ড: বিমানে ধূমপানের কারণে নামিয়ে দিলো ব্রাজিল
2025-12-20
পাকিস্তানী হকি দলের ম্যানেজার ও সাবেক অলিম্পিয়ান আনজুম সাঈদের এক কাণ্ডজ্ঞানহীন আচরণে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে চরম বিব্রতকর অবস্থায় পড়েছে পাকিস্তান। বিমানে বসে ধূমপান করার দায়ে ব্রাজিল বিমানবন্দরে তাকে এবং দলের এক খেলোয়াড়কে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আর্জেন্টিনায় এফআইএইচ প্রো লিগ শেষে সিনিয়র পাকিস্তান দল যখন দুবাই হয়ে দেশে ফিরছিল, তখন ব্রাজিলের রিও ডি জেনিরো বিমানবন্দরে বিমানটি জ্বালানি নেওয়ার জন্য যাত্রাবিরতি দেয়। অভিযোগ উঠেছে, বিমানটি যখন রিফুয়েলিং করছিল, ঠিক তখনই আনজুম সাঈদ ও এক খেলোয়াড় বিমানের ভেতরে ধূমপান শুরু করেন। নিরাপত্তার খাতিরে রিফুয়েলিংয়ের সময় ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ হওয়ায় কর্তৃপক্ষ তাদের আর দুবাইগামী বিমানে উঠতে দেয়নি।
শিশু জন্মের পর কেন কাঁদে, কেন পরে হাসে?
শিশু জন্মের পর কেন কাঁদে, কেন পরে হাসে?
2025-12-20
প্রত্যেক শিশুই জন্মের পরেই কেঁদে ওঠে। একরত্তির কান্নার আওয়াজ পেলেই নিশ্চিন্তে হাসি ফোটে চিকিৎসক ও পরিবারের সবার মুখে। পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গে নবজাতক কেন কাঁদে, তার কি বৈজ্ঞানিক কোনো কারণ আছে? জন্মেই শিশু হাসছে- এমনটি কখনো হয় না কেন? অনেক সময়েই মা-বাবারা ভয় পান যে, শিশু এত কাঁদছে কেন। কোনো সমস্যা হলো কিনা। আসলে তা নয়; মাতৃগর্ভ থেকে বেরিয়ে প্রথম বাইরের আলো-বাতাসের সংস্পর্শে আসামাত্র শিশুর শরীর ও মস্তিষ্কে নানা বদল ঘটতে থাকে। তার বহির্প্রকাশ হয় একটিমাত্র অভিব্যক্তিতেই-সেটি হলো কান্না। সদ্যোজাত যদি জন্মানোর পর না কাঁদে, বরং তাহলেই মুশকিল। সে ক্ষেত্রে নানা রকম জটিল ও স্নায়বিক রোগের আশঙ্কাই করেন চিকিৎসকরা।
বিশেষ এক সবজির চা: লিভার পরিষ্কার ও সুগার নিয়ন্ত্রণ
বিশেষ এক সবজির চা: লিভার পরিষ্কার ও সুগার নিয়ন্ত্রণ
2025-12-17
আমরা জানি এটা অনেকেরই প্রিয় সবজি হতে পারে না। আর সে কারণেই হয়তো বাজার থেকে কিনেও আনেন না। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন এটি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। সেদ্ধ হোক কিংবা ভাজা, শুক্তা হোক কিংবা আচার- রকমারি রেসিপিও আপনার মন কাড়তে পারে না। অপ্রিয় সেই সবজিটি হলো- করলা। এটি জানার সঙ্গে সঙ্গে আপনার মনেও তিতা হয়ে গেল। কিন্তু আপনি কি জানেন, এই শীতের সকালে এক কাপ চায়ের মধ্যে করলা মিশিয়ে খেলে কোন উপকার হয়? গরম চায়ে একবার চুমুক দিন। আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমাতে সাহায্য করবে। যদি আপনার ডায়াবেটিস থাকে, তা নিয়ন্ত্রণে আসবে।