আর্কাইভ
লগইন
হোম
হামজা–সামিত যুগলবন্দিতে বাংলাদেশ ফুটবল স্বপ্ন দেখছে!
হামজা–সামিত যুগলবন্দিতে বাংলাদেশ ফুটবল স্বপ্ন দেখছে!
দ্য নিউজ ডেস্ক
মে ০৮, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ নারী দলের যাত্রা শুরু
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ নারী দলের যাত্রা শুরু
2 দিন আগে
বাংলাদেশ আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণএক শুরু পেল। নেপালের কাঠমান্ডুতে মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ ‘বি’র প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে টাইগ্রেসরা। ব্যাট হাতে ম্যাচের নায়ক ছিলেন শারমিন আক্তার। তিনি খেলেছেন ৩৯ বলে ৬৩ রানের ইনিংস। এটি ছিল নারী টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম ফিফটি। এই ইনিংসে ছিল ৮টি ৪ ও ১টি ৬। শারমিনের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সোবহানা মোস্তারি। তিনি করেন ২৯ বলে ৩২ রান। টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান তোলে। যুক্তরাষ্ট্রের হয়ে বল হাতে ভালো করেন মাহি মাধাভান। তিনি নেন ৩ উইকেট। ইসানি ভাগেলা নেন দুটি উইকেট।
’সব মিলিয়ে আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন’: বিপাশা হায়াত
’সব মিলিয়ে আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন’: বিপাশা হায়াত
2 দিন আগে
দেশের একসময়ের টিভি পর্দার আলোচিত জুটি বিপাশা হায়াত-তৌকির আহমেদ। দর্শকের কাছে ভীষণ জনপ্রিয় এই জুটি বাস্তবজীবনেও একসঙ্গে গাঁটছড়া বাঁধেন ১৯৯৯ সালে। পরিচয়ের শুরু থেকেই দুইজনের বোঝাপড়াটা ছিল দারুণ, সেই প্রেক্ষিতেই বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরুর সিদ্ধান্ত নেন আলোচিত এই যুগল। এখনো এই দম্পতিকে নিয়ে ভক্তদের আগ্রহ এতটুকুও কমেনি। সম্প্রতি বিয়ের আড়াই যুগ পর তাদের বিয়ের আগের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে এক পডকাস্টে কথা বলেছেন বিপাশা হায়াত। শুরুতেই পডকাস্টটিতে শুধু তৌকির আহমেদ থাকলেও পরে চমকে দিয়ে সেখানে উপস্থিত হন বিপাশা হায়াতও। তৌকিরের সঙ্গে তার কি নিয়ে স্বপ্ন ছিল সে প্রসঙ্গে জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘তৌকীর আহমেদের সঙ্গে আমার পথচলা যখন শুরু, তখন থেকেই আমরা দুইজন অনেক স্বপ্ন দেখতাম। একসঙ্গে পৃথিবীর নানা প্রান্তে ঘোরা, প্রাচীন নিদর্শন দেখা, বহু গান শোনা-এসব ছিল আমাদের স্বপ্নের অংশ। আমাদের ইচ্ছা ছিল একসঙ্গে সিনেমা দেখা, ভাবনা শেয়ার করা, অনেক বই পড়া। সব মিলিয়ে আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন।’
বাংলাদেশ আইসিসিকে নতুন এক প্রস্তাব দিলো
বাংলাদেশ আইসিসিকে নতুন এক প্রস্তাব দিলো
2 দিন আগে
ভিসা জটিলতার কারণে ভারতীয় আইসিসি প্রতিনিধি নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে পারেননি। তবে তিনি অনলাইনে বৈঠকে যোগ দেন। গতকাল শনিবার (১৭ জানুয়ারী) গুলশানের একটি পাঁচতারকা হোটেলে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির পুরোনো ব্যাপারগুলোই উঠে এসেছে আবার। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিশ্চিত করার লক্ষ্যেই আইসিসির এই আলোচনা। তবে আসলে কি হলো সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যাচ্ছে না। ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি। তবে গতকাল শনিবারের সভায় বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে আইসিসির প্রতিনিধি দল ফিরে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারে। দুই পক্ষই মনে করছে, এই আলোচনা চলতে থাকবে এবং একটি ইতিবাচক সমাধান হবে।