আর্কাইভ
লগইন
হোম
হামজা–সামিত যুগলবন্দিতে বাংলাদেশ ফুটবল স্বপ্ন দেখছে!
হামজা–সামিত যুগলবন্দিতে বাংলাদেশ ফুটবল স্বপ্ন দেখছে!
দ্য নিউজ ডেস্ক
May 08, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
টেস্টে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম
টেস্টে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম
13 ঘন্টা আগে
মিরপুর টেস্ট শুরু হওয়ার আগেই এটাই হয়ে উঠেছিল মুশফিকুর রহিমের ম্যাচ। কারণ এই ম্যাচেই প্রথম বারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটার নামতেন তার শততম টেস্টে। আর সেই ম্যাচকেই নিজের করে নিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। প্রথম ইনিংসে করেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও ছুঁয়ে ফেলেন ফিফটি। আজকে দিনের শুরুতেই নাজমুল হোসেন শান্ত আউট হয়ে গেলে মুশফিক ব্যাট করতে আসেন। তিনি যখন ১৭ রানে খেলছিলেন তখন একটি ক্যাচ তুলে দেন। কিন্তু অভিষিক্ত কারমাইকেল সেই ক্যাচ হাতে রাখতে পারেননি। এরপর থেকে মুশফিক খুব শান্ত ক্রিকেট খেলেন। মধ্যাহ্ন বিরতির সময় তিনি ফিফটি থেকে ছয় রান দূরে ছিলেন। বিরতি শেষে খুব দ্রুত তিনি ফিফটি পূর্ণ করেন।
এবারই প্রথম ক্রিকেট দেখলো এই রেকর্ড ১৪৮ বছর পরে
এবারই প্রথম ক্রিকেট দেখলো এই রেকর্ড ১৪৮ বছর পরে
14 ঘন্টা আগে
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেই রেকর্ডের পর রেকর্ড ভেঙে চলেছে। ১৯ উইকেট গিয়ে প্রথম দিন দেখেছে বিরল রেকর্ড। এরপর দ্বিতীয় দিনের শুরুতেও দেখা মিলল এক রেকর্ড, এমন এক রেকর্ড যা শেষ ১৪৮ বছরে দেখা যায়নি আর! ১২৩ রানে ৯ উইকেট নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে বেশি দূর এগোতে পারেনি। ব্রেডন কার্সের বলে নাথান লায়ন আউট হয়েছেন দিনের সপ্তম ওভারেই। ১৩২ রানে অলআউট হয়েছে অজিরা। এরপর ইংল্যান্ড ম্যাচের তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই খুইয়ে বসে জ্যাক ক্রলির উইকেট। প্রথম ইনিংসের মতো এবারও সেই মিচেল স্টার্কের শিকার বনেন ক্রলি। রানের খাতা খোলার আগেই উইকেট খুইয়ে বসে ইংল্যান্ড। আর তাতেই ইতিহাস গড়া হয়ে যায় পার্থে। প্রথম ইনিংসেও ইংল্যান্ডের একই দশা হয়েছিল। ক্রলি আউট হয়েছিলেন স্টার্কের বলে, সেবারও দলের রানের খাতা খোলা হয়নি।
নতুন ‘মিস ইউনিভার্স’ কে এই ফাতিমা বশ?
নতুন ‘মিস ইউনিভার্স’ কে এই ফাতিমা বশ?
14 ঘন্টা আগে
‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মুকুট জয় করেছেন মেক্সিকান সুন্দরী ফাতিমা বশ। এই সুন্দরী প্রতিযোগিতায় ১২১ দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। এই আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ২৫ বছর বয়সি ফাতিমা বশকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের মুকুট বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থাইলভিগ। এবারের আসরে রানারআপ হয়েছেন থাইল্যান্ডের প্রভিনার সিং। মেক্সিকোর তাবাস্কো অঙ্গরাজ্যের সান্তিয়াগো দে তেয়াপায় জন্ম ফাতিমার। মেক্সিকোতে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন। ইতালির মিলান ও যুক্তরাষ্ট্রের ভারমন্টেও থেকেছেন কিছুদিন। তিনি এই আসরে অনেকবার সমালোচনার জন্ম দিয়েছেন। তবে দৃঢ় প্রত্যয়ে নিজের দুর্বলতাকে শক্তিতে রূপ দিয়েছেন।
ক্রিকেটার ও মাগুরা-১ এর সাবেক এমপি সাকিব আল হাসানকে দুদকে তলব
ক্রিকেটার ও মাগুরা-১ এর সাবেক এমপি সাকিব আল হাসানকে দুদকে তলব
2 দিন আগে
বাংলাদেশের শেয়ার বাজার সংক্রান্ত মামলার আসামী ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক এমপি সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামী ২৬ নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে। দুদকের মহাপরিচালক বলেন, মো. আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারে অনিয়ম-দুর্নীতি ও কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতি করান এবং সেখান থেকে অর্জিত অর্থ লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন।এই ঘটনায় সাকিব আল হাসানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর সাকিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে। দুদকের মহাপরিচালক বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানসহ মামলার ১৫ জনকে আগামী ২৫ ও ২৬ নভেম্বর তলব করা হয়েছে।