আর্কাইভ
লগইন
হোম
এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ নায়কের খপ্পরে আহমেদ শরীফ!
এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ নায়কের খপ্পরে আহমেদ শরীফ!
দ্য নিউজ ডেস্ক
October 16, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
এবার বাংলাদেশের হলের পর্দায় মানবতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বন্দ্বের সিনেমা
এবার বাংলাদেশের হলের পর্দায় মানবতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বন্দ্বের সিনেমা
4 ঘন্টা আগে
আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে হলিউডের সিনেমা ‘ট্রন: অ্যারেস’। আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা ‘ট্রন’ সিরিজের তৃতীয় কিস্তি এবং ২০১০ সালে মুক্তি পাওয়া ‘ট্রন: লিগ্যাসি’র সিক্যুয়েল এটি। জোয়াকিম রনিং পরিচালিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্যারেড লেটো, গ্রেটা লি, ইভান পিটার্স, জোডি টার্নার-স্মিথ, হাসান মিনহাজ, আর্তুরো কাস্ত্রো, গিলিয়ান অ্যান্ডারসনসহ আরও অনেকে। ২০১০ সালের অক্টোবরে ফ্র্যাঞ্চাইজি নির্মাতা স্টিভেন লিসবার্গার ‘ট্রন: লিগ্যাসি’র একটি সিক্যুয়েল নির্মাণের কাজ শুরু করেন। বিগত ২০১৭ সালের মার্চ মাসে, জানা যায় যে ফ্র্যাঞ্চাইজিটি লিগ্যাসি সিক্যুয়েলের পরিবর্তে একটি সফট রিবুটের দিকে এগিয়ে যাবে। যেখানে জ্যারেড লেটো অ্যারেসের নামে একটি নতুন চরিত্র প্রযোজনা এবং চিত্রায়নের জন্য যুক্ত হবেন, যা অ্যাসেনশন স্ক্রিপ্টের পূর্ববর্তী পুনরাবৃত্তি থেকে সংরক্ষিত ছিলো।
বোস্টনের মেয়রকে হুমকি ট্রাম্পের: বিশ্বকাপের ম্যাচ সরানোর ইঙ্গিত
বোস্টনের মেয়রকে হুমকি ট্রাম্পের: বিশ্বকাপের ম্যাচ সরানোর ইঙ্গিত
1 দিন আগে
আগামী ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ম্যাচ বোস্টনে আয়োজন নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তা উদ্বেগ এবং মেয়র মিশেল উ’র সমালোচনা করে তিনি জানিয়েছেন, প্রয়োজনে বোস্টনের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা চাইলে ম্যাচগুলো সরিয়ে নিতে পারি। আমি বোস্টনের মানুষকে ভালোবাসি, জানি ম্যাচগুলো বিক্রি হয়ে গেছে। কিন্তু তোমাদের মেয়র ভালো নয়। সে বুদ্ধিমতী, তবে চরমপন্থী ভাবধারায় বিশ্বাসী, এবং শহরের কিছু অংশ তারা দখল করে নিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা চাইলে মুহূর্তেই ম্যাচগুলো ফেরত নিতে পারি। মেয়র শুধু আমাদের ফোন করলেই আমরা এসে সেগুলো নিয়ে যাব, কিন্তু সে রাজনৈতিক কারণে ভয় পাচ্ছে।’
এবার কুড়িগ্রামে ‘ইত্যাদি’
এবার কুড়িগ্রামে ‘ইত্যাদি’
1 দিন আগে
এবারে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পর্ব ধারণ করা হয়েছে নদীবেষ্টিত পলি গঠিত, ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে খ্যাত সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে। মঞ্চ নির্মাণ করা হয়েছিল প্রায় দেড় শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী উলিপুর মহারানি স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে। এবারের ইত্যাদিতে গান রয়েছে দুইটি। অনুষ্ঠানের শুরুতেই কুড়িগ্রামের কৃষ্টিকথা ও ইতিহাসগাঁথা নিয়ে রয়েছে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। পরিবেশন করেছেন স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পী। নাচটির কোরিওগ্রাফি করেছে এস কে জাহিদ, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত আয়োজন করেছেন মেহেদী।