আর্কাইভ
লগইন
হোম
চট্টগ্রামে সাগরিকা রেলগেটে ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষ, নিহত ১
চট্টগ্রামে সাগরিকা রেলগেটে ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষ, নিহত ১
দ্য নিউজ ডেস্ক
October 28, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে লন্ডনগামী বিমানের ধাক্কা
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে লন্ডনগামী বিমানের ধাক্কা
8 ঘন্টা আগে
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০১-এর ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লেগেছে। এতে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হচ্ছে। আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্রে জানা যায়, বিজি-২০১ ফ্লাইটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা বিমানের প্রযুক্তিগত অবস্থা পরীক্ষা করছেন। পরীক্ষা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে, বিমানটি উড্ডয়নের উপযোগী কিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামত করা হবে।
দীর্ঘ ১৮ বছর পর আবার একসঙ্গে সালমান ও গোবিন্দ
দীর্ঘ ১৮ বছর পর আবার একসঙ্গে সালমান ও গোবিন্দ
10 ঘন্টা আগে
বলিউডের ‘পার্টনার’ সিনেমাটি নিশ্চয়ই দেখেছেন অনেকে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় সালমান খান এবং গোবিন্দের অন-স্ক্রিন বন্ধুত্ব বলিউডের সবচেয়ে প্রিয় সম্পর্কগুলোর মধ্যে একটি। সেটে তাদের একসঙ্গে কাটানো সময়ের কথা স্মরণ করে দিন কয়েক আগে এই সিনেমার অভিনেত্রী দীপশিখা নাগপাল ক্যারিয়ারের একেবারে ভিন্ন পর্যায়ে থাকা সত্ত্বেও দুই অভিনেতার মধ্যে পারস্পরিক শ্রদ্ধার কথা বেশ গুরুত্ব নিয়ে বলেছেন এক সাক্ষাৎকারে। তখন থেকেই চর্চায় ছিলেন সালমান ও গোবিন্দ। তবে ‘পার্টনার’ ভক্তদের জন্য আরও আনন্দের কারণ তৈরি হচ্ছে। সালমান খান এবং গোবিন্দ ১৮ বছর পর শিগগিরই আবারও পর্দায় দেখা করতে পারেন। গত কয়েক সপ্তাহ ধরেই বিষয়টি নিয়ে বলিউডে আলোচনা চলছে। এই প্রজেক্টের সঙ্গে সম্পর্কিত একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে, এই দুই তারকা সত্যিই একটি নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সূত্রটি বলেছে, ‘সালমান খান এবং গোবিন্দ একটি প্রকল্পের জন্য একসঙ্গে আসছেন। সিনেমাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনও এর নামকরণ করা হয়নি। আপাতত বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। তবে ভক্তরা অবশ্যই এই আইকনিক জুটির একটি দুর্দান্ত পুনর্মিলন আশা করতে পারেন।’
কলকাতায় একসঙ্গে চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ
কলকাতায় একসঙ্গে চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ
3 দিন আগে
ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে একসঙ্গে দেখা গেল কলকাতায়। টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে তারা উপস্থিত ছিলেন ‘স্বার্থপর’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে।  বর্তমানে ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ সিনেমার শুটিং করছেন চঞ্চল চৌধুরী। অন্যদিকে তাসনিয়া ফারিণও রয়েছেন নতুন একটি প্রজেক্টের প্রস্তুতিতে। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয়েছিল তার। এরই মধ্যে দুইজনের কলকাতায় একসঙ্গে উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয় নানা জল্পনা-কল্পনা। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দুই তারকাকে একসঙ্গে দেখা যাওয়ার কারণ জানতে চাইলে হাসিমুখে চঞ্চল চৌধুরী বলেন, আসলে পুরোটাই কাকতালীয়। আমি জানতাম না ফারিণ এখানে আছে। সেও জানতো না আমি এসেছি। তিনি বলেন, আমি টোনিদার (পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী) সঙ্গে মিটিংয়ের জন্য এসেছিলাম, তাসনিয়াও একই কারণে এসেছে। পরে দেখা হয়ে গেল- বেশ মজার এক কাকতালীয় ঘটনা।