জার্মানিতে ট্রেন দুর্ঘটনা: নিহত ৩, অর্ধশত আহত
জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় অন্তত ৩ জন নিহত ও অর্ধ-শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় বাডেন-ভুর্টেমবার্গ রাজ্যের রিডলিনজেন শহরের কাছে একটি বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল মিউনিখ শহর থেকে প্রায় ১৫৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
জেলা ফায়ার সার্ভিসের প্রধান শার্লট জিলার সাংবাদিকদের বলেন, নিহতদের মধ্যে রয়েছেন ট্রেনের চালক ও জার্মানির রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা ডয়চে বানের একজন কর্মী। এই ঘটনায় ৫০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর।