আর্কাইভ
লগইন
হোম
চট্টগ্রাম
চট্টগ্রামে দেরিতে পৌঁছেছে এক ট্রেন, আরেক ট্রেন ধরতে পারেননি যাত্রীরা
রাজধানী ঢাকা থেকে ‘মহানগর এক্সপ্রেস’ নামের একটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে ২ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে চট্টগ্রাম রেলস্টেশনে এসে পৌঁছায়। এই ট্রেনটি দেরিতে আসায় প্রায় ১০০ যাত্রী চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেন ধরতে পারেননি। ট্রেন না পেয়ে স্টেশনেই বিক্ষোভ করেছেন তারা। যাত্রীরা রেললাইনে অবস্থান নেওয়ায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকে যায়। পরে ১ ঘণ্টা ১০ মিনিট দেরিতে ছাড়ে সেই ট্রেন। আজ রোববার (২৪ আগস্ট) সকালে চট্টগ্রাম রেলস্টেশনে এই ঘটনা ঘটে।
23 ঘন্টা আগে
কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
2025-07-22
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের উত্তরপাড়া এলাকার যুবক মো. রায়হান। গতকাল সোমবার (২১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে কাতারে এ দুর্ঘটনা ঘটে। নিহতের প্রতিবেশী মাহমুদুল আলম জানান, প্রতিদিনের মতো কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় সড়ক পার হওয়ার মুহূর্তে দ্রুতগতির একটি গাড়ি রায়হানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত রায়হান প্রায় ৫ বছর ধরে কাতারে কর্মরত ছিলেন। পরিবার-পরিজনের স্বপ্ন পূরণের আশায় পরিশ্রম করে যাচ্ছিলেন তিনি। তার হঠাৎ এই মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।