আর্কাইভ
লগইন
হোম
চট্টগ্রাম
জনপ্রিয় অভিনেতা জিৎ শুটিং সেটে আহত
পশ্চিমবঙ্গের কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ নতুন সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। পরিচালক পথিকৃৎ বসুর ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমার সেটে  শুটিং করার সময় আহত হয়েছেন তিনি। বর্তমানে সিনেমাটির শুটিং স্থগিত রাখা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ করার সময় অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা ঘটে। এই পুরো সপ্তাহ জুড়ে শুটিংয়ের শিডিউল ছিল। তবে জিতের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সব কাজ পিছিয়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
2025-12-17
চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন
2025-11-08
চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় মো. আকবর (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার (০৭ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর হালিশহর থানার মাইজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো. আকবর মাইজপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তার স্ত্রী ও ৩ সন্তান আছে। তিনি স্ক্র্যাপের দোকানে চাকরি করতেন বলে জানা গেছে। নিহতের বড় বোন জোসনা বেগম বলেন, আমার ভাই স্ক্র্যাপের দোকানে চাকরির পাশাপাশি এলাকায় একটি ক্ষুদ্র সমবায় সমিতি পরিচালনা করতেন। সেখানে এলাকার লোকজন টাকা জমা রাখতেন, আবার ক্ষুদ্রঋণও দেওয়া হতো।
সহকারী কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন সালাউদ্দিন
সহকারী কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন সালাউদ্দিন
2025-11-05
মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন। সালাউদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে বর্তমানে দুবাইয়ে আইসিসির মিটিংয়ে থাকা; বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন।’ গত বছরের ০৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দেন। তার সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। তবে তিনি ব্যক্তিগত কারণে ঠিক একবছর পূর্ণ হওয়ার পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ান। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।