আর্কাইভ
লগইন
হোম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী খুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী খুন
দ্য নিউজ ডেস্ক
July 30, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
মাদারীপুরের শিবচরে যুবককে প্রকাশ্যে কু‌পিয়ে হত্যা
মাদারীপুরের শিবচরে যুবককে প্রকাশ্যে কু‌পিয়ে হত্যা
1 ঘন্টা আগে
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় রাকিব মাদবর (২৪) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।  গত কাল রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) শাখার সামনে এই ঘটনা ঘটে। নিহত রাকিব সরদারকান্দি এলাকার ইবনে সামাদ হত্যা মামলার আসামি ছিলেন এবং সম্প্রতি তিনি জামিনে কারামুক্ত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব মাদবর সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওষুধ কোম্পানির প্রতিনিধিরা প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবেন না
ওষুধ কোম্পানির প্রতিনিধিরা প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবেন না
21 ঘন্টা আগে
বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা এখন থেকে সপ্তাহে দুইদিনের বেশি সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না। দেখা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং কোনোভাবেই রোগীর ব্যবস্থাপত্রের (প্রেসক্রিপশন) ছবি তোলা যাবে না। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদের কাছে পাঠানো এই পরিপত্রে মোট ৮টি নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতি সপ্তাহে শুধু সোম ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এ সময়ের বাইরে কোনো প্রতিনিধি হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান করতে পারবেন না। সাক্ষাতের সময় সবার গলায় অবশ্যই নিজ নিজ কোম্পানির পরিচয়পত্র দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে।