আর্কাইভ
লগইন
হোম
খুন
চা দোকানে যুবককে খুন, খুনিকেও খুন করলো বিক্ষুব্ধ জনতা
রাজশাহী জেলার বাগমারা উপজেলার শেষ সীমান্তে চা দোকানে ঢুকে এক যুবককে ছুরিকাঘাত করেছেে এক তরুণ। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা পুলিশের বাধা উপেক্ষা করে অভিযুক্ত তরুণকে পিটিয়ে হত্যা করেছে। এসময় বিক্ষুব্ধ জনতার হামলায় একজন পুলিশ উপ-পরিদর্শকসহ ৬ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়ার রনশিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। ছুটিকাঘাতে নিহত যুবকের নাম আবদুর রাজ্জাক (৩৫)। তিনি বাগমারার সীমান্তবর্তী নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা। অন্যদিকে, বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত তরুণের নাম আমিনুল ইসলাম (২২)। তিনিও একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
2025-04-05