আর্কাইভ
লগইন
হোম
হামলা
গাজা সিটিতে একদিনে নিহত ৪৯, বাস্তুচ্যুত ৬,০০০ ফিলিস্তিনি
ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী হামলা বাড়িয়েছে। তারা পরিকল্পিতভাবে ভবন ধ্বংস করছে। সেখানে ইসরায়েলের হামলায় একদিনে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) পুরো গাজা উপত্যকায় নিহত দাঁড়ায় ৬২ জনে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্যমতে, টানা বোমাবর্ষণে গাজা সিটিতে আরও ৬ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গাজা সিটির বাসিন্দারা এখন টানা অবরোধ ও বোমাবর্ষণের কারণে ভয়াবহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন।
1 দিন আগে
ফিলিস্তিনের গাজায় অনাহারে প্রাণহানি ২১২, মাথায় ত্রাণ পড়ে কিশোর নিহত
ফিলিস্তিনের গাজায় অনাহারে প্রাণহানি ২১২, মাথায় ত্রাণ পড়ে কিশোর নিহত
2025-08-10
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিমান থেকে হচ্ছিল ত্রাণ। এই সময় ত্রাণের বাক্সের নিচে চাপা পড়ে জাকারিয়া ঈদ নামে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরের প্রাণ গেছে। খবর আল জাজিরার। ঈদের ভাই বলেন, অনাহারে আমার ভাই ত্রাণ নিতে গিয়েছিল। ত্রাণের বাক্সের নিচে চাপা পড়ে তার প্রাণ গেছে। গাজায় অবরোধের কারণে ক্রসিংয়ের মাধ্যমে ত্রাণ প্রবেশ করতে পারছে না। এখন বিমান থেকে ত্রাণ ফেলা হচ্ছে, এতে আমাদের শিশুদের প্রাণ যাচ্ছে। জাতিসংঘ বারবার সতর্ক করে বলেছে, বিমান থেকে সাহায্য ফেলা বিপজ্জনক ও অকার্যকর। তারা ইসরায়েলকে স্থলপথে ত্রাণ প্রবেশের অনুমতি দিতে বলেছে।