আর্কাইভ
লগইন
হোম
হামলা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী খুন
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় দুর্বৃত্তদের হামলায় মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী মোস্তফা কামাল কালিকচ্ছ নন্দীপাড়া গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে। পুলিশ ও পরিবারের লোকজন জানান, মোস্তফা কামাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছেই সড়কে তাকে একা পেয়ে দুর্বৃত্তরা তার মাথায় ও ঘাড়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে একজন পথচারী তাকে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখে বাড়িতে পরিবারের লোকদের খবর দেন।
4 দিন আগে
ইসরাইলি হামলায় গাজায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত
ইসরাইলি হামলায় গাজায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত
2025-06-21
গাজা উপত্যকায় খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে ইসরাইলের একের পর এক বিমান ও স্থল অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ শনিবার (২১ জুন) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের ৩৪ জন সরাসরি ত্রাণ নেওয়ার সময় হামলার শিকার হন। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলার স্থানগুলো ছিল গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে। উল্লেখ্য, এই ফাউন্ডেশনটি ইসরাইল ও যুক্তরাষ্ট্র সমর্থিত একটি বিতর্কিত সংস্থা। এদিকে সবচেয়ে ভয়ারবহ প্রাণঘাতীর ঘটনা ঘটেছে গাজার কেন্দ্রে। যেখানে খাবার সংগ্রহের জন্য অপেক্ষা করা সাধারণ মানুষের ওপর ইসরাইলি বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে।
 ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ফের গুলি, নিহত ৫৯
ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ফের গুলি, নিহত ৫৯
2025-06-16
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ১৭ জন বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ কেন্দ্রে খাবার নেওয়ার চেষ্টা করছিলেন। তাদের ওপর গুলিবর্ষণ করে ইসরায়েলি বাহিনী।আজ সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় দক্ষিণ গাজায় কমপক্ষে ১০ জন ত্রাণপ্রার্থী নিহত হয়েছে। এসব হামলায় আরও ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। হতাহতদের অনেককে রাফার রেডক্রস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।