আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশের অধিনায়ক হামজাকে করার প্রস্তাব
বাংলাদেশের অধিনায়ক হামজাকে করার প্রস্তাব
দ্য নিউজ ডেস্ক
October 12, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
টেস্টে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম
টেস্টে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম
1 দিন আগে
মিরপুর টেস্ট শুরু হওয়ার আগেই এটাই হয়ে উঠেছিল মুশফিকুর রহিমের ম্যাচ। কারণ এই ম্যাচেই প্রথম বারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটার নামতেন তার শততম টেস্টে। আর সেই ম্যাচকেই নিজের করে নিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। প্রথম ইনিংসে করেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও ছুঁয়ে ফেলেন ফিফটি। আজকে দিনের শুরুতেই নাজমুল হোসেন শান্ত আউট হয়ে গেলে মুশফিক ব্যাট করতে আসেন। তিনি যখন ১৭ রানে খেলছিলেন তখন একটি ক্যাচ তুলে দেন। কিন্তু অভিষিক্ত কারমাইকেল সেই ক্যাচ হাতে রাখতে পারেননি। এরপর থেকে মুশফিক খুব শান্ত ক্রিকেট খেলেন। মধ্যাহ্ন বিরতির সময় তিনি ফিফটি থেকে ছয় রান দূরে ছিলেন। বিরতি শেষে খুব দ্রুত তিনি ফিফটি পূর্ণ করেন।
এবারই প্রথম ক্রিকেট দেখলো এই রেকর্ড ১৪৮ বছর পরে
এবারই প্রথম ক্রিকেট দেখলো এই রেকর্ড ১৪৮ বছর পরে
1 দিন আগে
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেই রেকর্ডের পর রেকর্ড ভেঙে চলেছে। ১৯ উইকেট গিয়ে প্রথম দিন দেখেছে বিরল রেকর্ড। এরপর দ্বিতীয় দিনের শুরুতেও দেখা মিলল এক রেকর্ড, এমন এক রেকর্ড যা শেষ ১৪৮ বছরে দেখা যায়নি আর! ১২৩ রানে ৯ উইকেট নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে বেশি দূর এগোতে পারেনি। ব্রেডন কার্সের বলে নাথান লায়ন আউট হয়েছেন দিনের সপ্তম ওভারেই। ১৩২ রানে অলআউট হয়েছে অজিরা। এরপর ইংল্যান্ড ম্যাচের তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই খুইয়ে বসে জ্যাক ক্রলির উইকেট। প্রথম ইনিংসের মতো এবারও সেই মিচেল স্টার্কের শিকার বনেন ক্রলি। রানের খাতা খোলার আগেই উইকেট খুইয়ে বসে ইংল্যান্ড। আর তাতেই ইতিহাস গড়া হয়ে যায় পার্থে। প্রথম ইনিংসেও ইংল্যান্ডের একই দশা হয়েছিল। ক্রলি আউট হয়েছিলেন স্টার্কের বলে, সেবারও দলের রানের খাতা খোলা হয়নি।