আর্কাইভ
লগইন
হোম
বাফুফে
ফিফার দুই কমিটিতে জায়গা পেলেন বাফুফে সভাপতি তাবিথ ও কিরণ
সুখবর হলো- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুই শীর্ষ কর্মকর্তা জায়গা করে নিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ২টি ভিন্ন কমিটিতে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে মনোনীত করা হয়েছে ফিফার ২টি পৃথক কমিটিতে, যার মেয়াদ থাকবে ২০২৯ সাল পর্যন্ত।
11 ঘন্টা আগে
বাহরাইনে আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল
বাহরাইনে আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল
2025-07-24
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বের পূর্বে ২টি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলবে ছেলেদের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। আগামী ১৮ ও ২২ আগস্ট বাহরাইনে অনুষ্ঠিতব্য এই ম্যাচগুলোতে প্রতিপক্ষ হবে স্বাগতিক বাহরাইন অনূর্ধ্ব-২৩ দল। গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাফুফে সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল। সভায় উপস্থিত ছিলেন কমিটির ডেপুটি চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি মো. ইমরুল হাসান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং অন্যান্য সদস্যরা।
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে বিলম্ব: বাফুফে এএফসির জরিমানার মুখে পড়লো
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে বিলম্ব: বাফুফে এএফসির জরিমানার মুখে পড়লো
2025-07-21
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ১০ জুনের হাইভোল্টেজ ম্যাচে সময়মতো দ্বিতীয়ার্ধ শুরু না হওয়ায় জরিমানার মুখে পড়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, যা ছিল এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অংশ। এএফসি ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতে কমপক্ষে দুই মিনিট দেরি হয় বাফুফের প্রতিনিধি দলের অসাবধানতার কারণে। এই ঘটনায় ফেডারেশনকে ১,৫০০ মার্কিন ডলার (প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা) জরিমানা গুনতে হবে।