আর্কাইভ
লগইন
হোম
ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১০৯
ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১০৯
দ্য নিউজ ডেস্ক
জুলাই ০২, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ফ্লোরিডায় মেসির হাতে শহরের চাবি তুলে দিলেন মিয়ামির মেয়র
ফ্লোরিডায় মেসির হাতে শহরের চাবি তুলে দিলেন মিয়ামির মেয়র
22 ঘন্টা আগে
বিগত ২০২৩ সাল থেকে লিওনেল মেসির বসবাস যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে ইন্টার মিয়ামিতে খেলছেন, থাকছেন মিয়ামিতে। এবার সেই শহরের চাবি নিজের হাতে পেলেন মেসি। তার হাতে এই চাবি তুলে দেন খোদ মিয়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ। তবে এই চাবি অবশ্য আক্ষরিক নয়। প্রতীকী একটি চাবি তুলে দেওয়া হয় তার হাতে। মূলতঃ তাকে সম্মাননা দিতেই এই অভিনব পন্থা অবলম্বন করে মিয়ামি কর্তৃপক্ষ। ইন্টার মিয়ামির অন্যতম মালিক জর্জ মাস মঞ্চে উঠে মেসির হাতে প্রতীকী ‘চাবি’ তুলে দেন। তিনি বলেন, ‘এই শহরের মানুষের হৃদয় তুমি জয় করেছো। এটি আমাদের তরফ থেকে ছোট্ট এক ভালোবাসার উপহার।’ মেসি আবেগভরে বলেন, ‘আমি সত্যিই সম্মানিত বোধ করছি। এটি আমার জন্য এক বড় সম্মান।’
হামাস আরও এক ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিলো
হামাস আরও এক ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিলো
23 ঘন্টা আগে
ফিলিস্তিনের গাজায় আটক আরও এক বন্দির দেহাবশেষ ইসরাইলের কাছে ফিরিয়ে দিল হামাস। গতকাল বুধবার (০৫ নভেম্বর) এই ইসরাইলি জিম্মির লাশ ফেরত দেওয়া হয়। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির অংশ হিসেবে গতকাল বুধবার আরও এক নিহতের লাশ রেডক্রসের মধ্যস্থতায় হস্তান্তর করা হয়েছে ইসরাইলের কাছে। এই নিয়ে মোট ২২ জিম্মির লাশ হস্তান্তর করা হলো। যুদ্ধবিরতির শর্তানুযায়ী আরও ৬ জনের লাশ ফেরত দেবে হামাস। যার মধ্যে ইসরাইলিসহ একজন থাই ও নেপালের নাগরিক রয়েছেন। উল্লেখ্য, যুদ্ধবিরতির অংশ হিসাবে গত মাস থেকেই মৃত ইসরাইলিদের লাশ হস্তান্তর করে আসছে হামাস। শর্তানুযায়ী, ইসরাইলকে মৃত ২৮ জিম্মির লাশ ফেরত দিতে রাজি হয়েছিল ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠীটি।