আর্কাইভ
লগইন
হোম
ইউরোপিয়ান ফুটবল থেকে ইসরায়েলকে বহিষ্কারের পথে উয়েফা
ইউরোপিয়ান ফুটবল থেকে ইসরায়েলকে বহিষ্কারের পথে উয়েফা
দ্য নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
নোবেলের মতো ‘শান্তি পুরস্কার’ দেবে ফিফা, ট্রাম্প কি জিতবেন এটা?
নোবেলের মতো ‘শান্তি পুরস্কার’ দেবে ফিফা, ট্রাম্প কি জিতবেন এটা?
1 দিন আগে
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা একটি নতুন পুরস্কারের ঘোষণা করেছে- ‘ফিফা পিস প্রাইজ’। এই পুরস্কার দেওয়া হবে শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ ভূমিকার স্বীকৃতি হিসেবে। আগামী ০৫ ডিসেম্বর ওয়াশিংটনে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করবে ফিফা। গতকাল বুধবার (০৫ নভেম্বর) এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, পুরস্কারটি ‘শান্তির জন্য অসাধারণ পদক্ষেপের স্বীকৃতি হিসেবে’ প্রদান করা হবে। তবে প্রথম পুরস্কারটি কে পাবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এখনই জানাননি। তিনি বলেন, ‘০৫ ডিসেম্বরেই দেখবেন।’ এই কথা ইনফান্তিনো বলেন মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরামে বক্তৃতা দেওয়ার সময়, যেখানে কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিয়েছিলেন।
ফ্লোরিডায় মেসির হাতে শহরের চাবি তুলে দিলেন মিয়ামির মেয়র
ফ্লোরিডায় মেসির হাতে শহরের চাবি তুলে দিলেন মিয়ামির মেয়র
1 দিন আগে
বিগত ২০২৩ সাল থেকে লিওনেল মেসির বসবাস যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে ইন্টার মিয়ামিতে খেলছেন, থাকছেন মিয়ামিতে। এবার সেই শহরের চাবি নিজের হাতে পেলেন মেসি। তার হাতে এই চাবি তুলে দেন খোদ মিয়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ। তবে এই চাবি অবশ্য আক্ষরিক নয়। প্রতীকী একটি চাবি তুলে দেওয়া হয় তার হাতে। মূলতঃ তাকে সম্মাননা দিতেই এই অভিনব পন্থা অবলম্বন করে মিয়ামি কর্তৃপক্ষ। ইন্টার মিয়ামির অন্যতম মালিক জর্জ মাস মঞ্চে উঠে মেসির হাতে প্রতীকী ‘চাবি’ তুলে দেন। তিনি বলেন, ‘এই শহরের মানুষের হৃদয় তুমি জয় করেছো। এটি আমাদের তরফ থেকে ছোট্ট এক ভালোবাসার উপহার।’ মেসি আবেগভরে বলেন, ‘আমি সত্যিই সম্মানিত বোধ করছি। এটি আমার জন্য এক বড় সম্মান।’
হামাস আরও এক ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিলো
হামাস আরও এক ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিলো
1 দিন আগে
ফিলিস্তিনের গাজায় আটক আরও এক বন্দির দেহাবশেষ ইসরাইলের কাছে ফিরিয়ে দিল হামাস। গতকাল বুধবার (০৫ নভেম্বর) এই ইসরাইলি জিম্মির লাশ ফেরত দেওয়া হয়। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির অংশ হিসেবে গতকাল বুধবার আরও এক নিহতের লাশ রেডক্রসের মধ্যস্থতায় হস্তান্তর করা হয়েছে ইসরাইলের কাছে। এই নিয়ে মোট ২২ জিম্মির লাশ হস্তান্তর করা হলো। যুদ্ধবিরতির শর্তানুযায়ী আরও ৬ জনের লাশ ফেরত দেবে হামাস। যার মধ্যে ইসরাইলিসহ একজন থাই ও নেপালের নাগরিক রয়েছেন। উল্লেখ্য, যুদ্ধবিরতির অংশ হিসাবে গত মাস থেকেই মৃত ইসরাইলিদের লাশ হস্তান্তর করে আসছে হামাস। শর্তানুযায়ী, ইসরাইলকে মৃত ২৮ জিম্মির লাশ ফেরত দিতে রাজি হয়েছিল ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠীটি।
ফুটবল থেকে বিদায় নেবেন, ইঙ্গিত দিলেন রোনালদো
ফুটবল থেকে বিদায় নেবেন, ইঙ্গিত দিলেন রোনালদো
1 দিন আগে
খুব শীঘ্রই ফুটবল থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বলেছেন, ফুটবল ছাড়ার পর তিনি আর এই খেলায় থাকবেন না। বরং পরিবারের সঙ্গে সময় কাটাতে এবং নিজের অন্য শখগুলো নিয়ে ব্যস্ত থাকতে চান। পিয়ার্স মর্গানের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘শিগগিরই অবসর নেব। কিন্তু আমি প্রস্তুত। এটা কঠিন হবে, হ্যাঁ, হয়তো আমি কাঁদবও। এটা খুব, খুব কঠিন হবে। তবে আমি ২৫, ২৬, ২৭ বছর বয়স থেকেই আমার ভবিষ্যৎ ভেবে রেখেছি। তাই আমি মনে করি, এই চাপ সামলাতে পারব।’ ৪০ বছর বয়সী রোনালদো তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন বিগত ২৩ বছর আগে পর্তুগালের স্পোর্টিং সিপি ক্লাবে। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের আল নাসর ক্লাবে খেলছেন, যেখানে তার চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত। তিনি এই বছরের গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলতে চান।