আর্কাইভ
লগইন
হোম
কেমন আছেন সবার প্রিয় সেই ‘ম্যাকগাইভার’?
কেমন আছেন সবার প্রিয় সেই ‘ম্যাকগাইভার’?
দ্য নিউজ ডেস্ক
October 23, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
যেভাবে ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করবেন
যেভাবে ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করবেন
10 ঘন্টা আগে
অনেকেরই ভ্রমণে বেরিয়ে মোবাইল ডাটা শেষ হয়ে যাওয়া বা দূরবর্তী এলাকায় গিয়ে নেটওয়ার্ক হারিয়ে ফেলা—এমন পরিস্থিতিতে অনেকেই দিকনির্দেশনা পেতে হিমশিম খেয়ে যান। তবে খুব কম মানুষই জানেন, গুগল ম্যাপ ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায়। গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরো পৃথিবীকে এনে দিয়েছে হাতের মুঠোয়। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়। সবচেয়ে বড় সুবিধা হলো—ইন্টারনেট সংযোগ না থাকলেও গুগল ম্যাপ ব্যবহার করা সম্ভব। এজন্য পূর্বে থেকেই প্রয়োজনীয় ঠিকানা সেভ করে রাখতে হবে। এরপর অফলাইনে সেই ঠিকানায় পৌঁছানোর জন্য ম্যাপ ব্যবহার করা যাবে। এই ফিচার বিশেষভাবে কাজে আসে যখন আপনি নেটওয়ার্কহীন বা প্রত্যন্ত এলাকায় ভ্রমণে থাকেন। সেভ করে রাখা ম্যাপের সাহায্যে সহজেই নেভিগেশন ব্যবহার করা যায় এবং গন্তব্যের দিকনির্দেশনা পাওয়া সম্ভব। এমনকি ডাউনলোড করা সেই ম্যাপ থেকেই লোকেশন সার্চ করাও যায়।
অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন!
অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন!
13 ঘন্টা আগে
হলিউড অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে প্রয়াণ ঘটে তার। তার মৃত্যুতে শোক বইছে পশ্চিমের বিনোদন দুনিয়ায়। অভিনেত্রীর মুখপাত্র মাইকেল গ্রিন সংবাদমাধ্যম ভ্যারিয়াটিকে এই খবর নিশ্চিত করেছেন। জানিয়েছেন, গত অক্টোবরে গোসল করার সময় পড়ে গিয়ে পাঁজর ও পায়ে আঘাত পান স্যালি কার্কল্যান্ড। এই আঘাতের ফলে গত সপ্তাহে তাকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়াও আগে থেকেই হাড়ের সংক্রমণে ভুগছিলেন, যা রক্তপ্রবাহেও ছড়িয়ে পড়েছিল। পাশাপাশি তার ডিমেনশিয়াও (স্মৃতিভ্রংশ) ধরা পড়েছিল।
শিশুদের জীবন বাঁচিয়ে রেকর্ড গড়লেন সংগীতশিল্পী পলক মুচ্ছল
শিশুদের জীবন বাঁচিয়ে রেকর্ড গড়লেন সংগীতশিল্পী পলক মুচ্ছল
14 ঘন্টা আগে
ভারতীয় জনপ্রিয় প্লেব্যাক গায়িকা পলক মুচ্ছল শুধু তার সুরেলা কণ্ঠেই নয়, এবার মানবসেবার ক্ষেত্রেও রেকর্ড গড়ে শ্রোতাদের মন জয় করলেন। একাধিক সুপারহিট সিনেমার গানে কণ্ঠ দেওয়া এই শিল্পী এবার ৩,৮০০ জনেরও বেশি শিশুর হার্ট সার্জারির উদ্যোগ নিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক অফ রেকর্ডসে নিজের নাম লেখালেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছোটবেলা থেকেই সমাজ সেবায় নিবেদিত প্রাণ পলক মুচ্ছল। অনেকেই জানেন না, দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্যই মূলতঃ তিনি কনসার্ট করে থাকেন। তার এই মহান উদ্যোগে ইতোমধ্যেই হাজার হাজার শিশুর জীবন পরিবর্তন হয়েছে। পলকের এই মানবসেবার অসাধারণ পথচলা শুরু হয় মাত্র ৭ বছর বয়সে। ট্রেনে এক জায়গায় যাওয়ার পথে কিছু দুঃস্থ শিশুকে দেখে তার জীবনের গতিপথ বদলে যায়। সেদিন তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, ‘আমি একদিন ঠিক এই মানুষগুলোর পাশে দাঁড়াব।’
আমি ছিলাম ছাগলের ৩ নম্বর বাচ্চা, সেখান থেকে নায়ক হয়েছি: আরিফিন শুভ
আমি ছিলাম ছাগলের ৩ নম্বর বাচ্চা, সেখান থেকে নায়ক হয়েছি: আরিফিন শুভ
1 দিন আগে
এবার শিক্ষার্থীদের মোটিভেশন দিতে এসে নিজের জীবনের কঠিন সময়ের গল্প শোনালেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। পর্দায় তারকারা যতই ঝলমলে দেখাক না কেন, পর্দার আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য পরিশ্রম, হতাশা আর সংগ্রাম; এই বার্তাই তুলে ধরলেন তিনি। সম্প্রতি মোটিভেশনাল ট্রেইনার ডন সামদানির একটি ইভেন্টে উপস্থিত হয়ে শুভ জানালেন, তার নায়ক হয়ে ওঠার পথ একেবারেই সহজ ছিল না। সঙ্গে মিডিয়ায় প্রবেশের প্রথম দিকের দুরবস্থার কথা অকপটে স্বীকার করে নেন তিনি। এর পূর্বেও বিভিন্ন সাক্ষাৎকারে নিজের সংগ্রামের কথা বলেছেন শুভ। এবারও সেই প্রসঙ্গ টানলেন আরও খোলামেলা ভঙ্গিতে। খানিক মজারছলেই নিজের অতীতের কঠিন সময়ের কথা তুলে ধরলেন আবার।