আর্কাইভ
লগইন
হোম
ক্যালিফোর্নিয়া
অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন!
হলিউড অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে প্রয়াণ ঘটে তার। তার মৃত্যুতে শোক বইছে পশ্চিমের বিনোদন দুনিয়ায়। অভিনেত্রীর মুখপাত্র মাইকেল গ্রিন সংবাদমাধ্যম ভ্যারিয়াটিকে এই খবর নিশ্চিত করেছেন। জানিয়েছেন, গত অক্টোবরে গোসল করার সময় পড়ে গিয়ে পাঁজর ও পায়ে আঘাত পান স্যালি কার্কল্যান্ড। এই আঘাতের ফলে গত সপ্তাহে তাকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়াও আগে থেকেই হাড়ের সংক্রমণে ভুগছিলেন, যা রক্তপ্রবাহেও ছড়িয়ে পড়েছিল। পাশাপাশি তার ডিমেনশিয়াও (স্মৃতিভ্রংশ) ধরা পড়েছিল।
2025-11-12