আর্কাইভ
লগইন
হোম
মক্কায় ফিলিস্তিনিদের জন্য কাঁদলেন ড. শফিকুল ইসলাম মাসুদ
মক্কায় ফিলিস্তিনিদের জন্য কাঁদলেন ড. শফিকুল ইসলাম মাসুদ
দ্য নিউজ ডেস্ক
April 07, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
উত্তাল ইংল্যান্ড: ইসরায়েলি ক্লাব সমর্থকদের মাঠে প্রবেশ নিষিদ্ধ
উত্তাল ইংল্যান্ড: ইসরায়েলি ক্লাব সমর্থকদের মাঠে প্রবেশ নিষিদ্ধ
3 ঘন্টা আগে
আগামী মাসে নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাজ্যে অ্যাস্টন ভিলার বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচে ইসরায়েলি ক্লাব ম্যাকাবি তেল আবিবের সমর্থকদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইংলিশ ক্লাবটির এই ঘোষণার পর থেকে বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত অনেকেই সিদ্ধান্তটির কড়া সমালোচনা করেছেন। বার্মিংহামের ভিলা পার্কে ম্যাচটির নিরাপত্তা সার্টিফিকেট প্রদানকারী সংস্থা ‘সেফটি অ্যাডভাইজরি গ্রুপ’ (এসএজি) অ্যাস্টন ভিলাকে জানায় যে, ম্যাকাবি তেল আবিবের সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে অ্যাস্টন ভিলা জানায়, ‘সেফটি অ্যাডভাইজরি গ্রুপের নির্দেশনা অনুযায়ী, আগামী ০৬ নভেম্বর ম্যাকাবি তেল আবিবের বিপক্ষে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে সফরকারী দলের কোনো সমর্থককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।’
যেসব দল জুলাই সনদে স্বাক্ষর করেনি
যেসব দল জুলাই সনদে স্বাক্ষর করেনি
7 ঘন্টা আগে
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া ৬টি দল সনদে স্বাক্ষর করেনি। দলগুলো হলো- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী), বাংলাদেশ জাসদ ও গণফোরাম। গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এই দলগুলোর কোনো প্রতিনিধি অংশ নেননি ও স্বাক্ষর করেননি। বিএনপি-জামায়াতসহ অন্য ২৫টি দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ২টার দিকে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না।
ঐতিহাসিক মুহূর্তে এনসিপির ‘বিচক্ষণতার অভাব’ হয়েছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঐতিহাসিক মুহূর্তে এনসিপির ‘বিচক্ষণতার অভাব’ হয়েছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
7 ঘন্টা আগে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন। গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক দলগুলো যে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করে, আজকে তার আরেকটা নিদর্শন দেখা গেল যে জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে দলগুলো সব এক হয়ে কাজ করতে পারে। যেসব দল এতে স্বাক্ষর করেনি, তারা আরো কথা বলে স্বাক্ষর করতে পারবে বলে আশাবাদ জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যাদের জুলাই ঘিরে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাদের না থাকাকে ‘ভুল-বোঝাবুঝি’ বলে মনে করেন মির্জা ফখরুল। ‘আমাদের সঙ্গে আলোচনায়, ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে, তারা প্রায় সব ব্যাপারে পজিটিভ ছিল। যে ব্যাপারটায় সমস্যা আছে, সেটা আলোচনার মাধ্যমে, পরেও তারা এ ব্যাপারে আলোচনা করতে পারত, সেটা নিয়ে আমরা পরে আরো বসতে পারতাম, কথা বলতে পারতাম। আমি মনে করি, এটা বিচক্ষণতার অভাব হয়েছে তাদের, না হলে তারা অবশ্যই এটা সই করত আজকে।’ তবে এটাকে বিভক্তি বলে মনে করছেন না বিএনপি মহাসচিব।